প্রতিবেশী

2 13
Avatar for Nondini
3 years ago

আমরা সামাজিক জীব। আমরা সমাজে বসবাস করি।আমরা একাকী বাস করতে পারি না। আমাদের চারপাশের লোকের প্রয়োজন।যাদের সাথে আমরা সহযোগিতায় বসবাস করি। সন্নিকটবর্তী বসবাসকারী জনগণকে প্রতিবেশী বলা হয়। আমরা এক শহরে বাস করি। আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী গৌতম বনিক।তিনি খুবই সরল লোক। তার জীবন ধারা খুবই সাধারণ। সাহায্য ও সহযোগিতা সহকারে আমাদের এলাকায় বাস করেন। তাদের জীবনের লক্ষ্য হচ্ছে মানসিক প্রশান্তি। তিনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন না। সাদাসিধে পোশাক পড়েন এবং জাঁকজমক পছন্দ করেন না। তিনি খুবই শান্তিপ্রিয় লোক। খুবই অতিথি পরায়ন অমায়িক। তিনি কখনো তার প্রতিবেশীদের প্রতি রাগ করেন না। তিনি আমাদিগকে সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করেন। তিনি কখনও উদ্যত হন না বরং শান্তশিষ্ট লোক। তিনি ব্যক্তি মালিকানাধীন একটি ব্যাংকের কাজ করেন। তিনি আর্থিক দিক দিয়ে স্বচ্ছলতা উপর আমাদের সাথে বসবাস করার মতো। তিনি একজন ভালো মানুষ বটে।

5
$ 0.00

Comments

We should take care our neighbours.. Becouse they help us at the time of danger.

$ 0.00
3 years ago

খুব সুন্দরভাবে আর্টিকেলটি উপস্থাপন করেছেন আপু৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago