নারী উত্ত্যক্তকরণ

1 6
Avatar for Nondini
3 years ago

নারী উত্ত্যক্তকরণ আজকাল বাংলাদেশ এক পরিচিত শব্দ হয়ে উঠেছে।এভ( বিবি হাওয়া )প্রথম নারী স্ত্রীলোক জাতিকে বোঝায় আর টিচিং মানে উত্ত্যক্তকরণ।কাজে ইফটিজিং মানে মহিলাদের কে উত্তপ্ত করে কারুর মধ্যে যৌন কামনা জাগিয়ে তোলা।যারা মহিলাদের কে উত্তপ্ত করে তাদেরকে বলা হয় গোপন নারী শিকারী।ইভটিজিংকে নারী উত্যক্ত করন বলে পদবাচ্য করা হয়েছে।কাজেই বিভিন্ন ধরনের নারী উত্তরায়ন ও নারী নির্যাতন ব্যাপকভাবে টিজিং নামে পরিচিত।মহিলা বিশেষভাবে তরুণী মেয়েরা প্রায় উত্ত্যক্তকারীদের শিকার হয়।উত্যক্ত কারীগণ এখানে-সেখানে ওত পেতে বসে থাকে এবং যখন তারা মেয়েদেরকে দেখে তখন তারা অঙ্গভঙ্গি অপভাষা দ্বারা তাদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করে।তারা মেয়েদেরকে অনুসরণ করে এবং তাদের দেহ স্পর্শ করার চেষ্টাও করে।মূলত বালকের আবালি কাদেরকে উত্তপ্ত করে কারণ এসব ভালকে যথার্থভাবে সামাজিক করা হয়নি এবং তাদেরকে তাদের পরিবারের আদব-কায়দা ভদ্রতা শেখানো হয়নি।যখন পিতামাতা ছেলেদের নিয়ন্ত্রণ হারায় তখন তারা মহিলা উত্ত্যক্তকারী হয়ে ওঠে এবং বেপরোয়া হয়ে যায়।অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।এসব বিপথগামী বিকৃতমনা যুবকদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের অভিভাবকদের সম্মুখে এগিয়ে আসা উচিত।

2
$ 0.00

Comments

যারা নারীদের উত্ত্যক্ত করে আমি এদের কখনই মানুষ বলে মনে করি না এরা হলো মানুষ রুপিএকট একটা জানোয়ার। এরা সমাজের কুলাঙ্গার সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়।

$ 0.00
3 years ago