ম্যারাডোনা: বিখ্যাত ফুটবলার

3 20
Avatar for Nondini
4 years ago

ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা একটি বস্তিতে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ওখানে শিশুকাল কাটিয়েছেন।যখন তার বয়স 10 বছর তখন থেকেই তার ফুটবল প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।এখন তিনি সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি শতাব্দীর ফিফা খেলোয়ার হয়েছেন।বিশ্বকাপের 1982, 1986,1990,1998 সালের টুর্ণামেন্টে অংশ নিয়েছিলেন।1986 সালে তিনি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন এবং বিশ্বকাপ জয় করেছিলেন। তিনি 1986 সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং গোল্ডেন বুট জিতেছিলেন।1986 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা গোল।সেই খেলায় তিনি ইংল্যান্ডের 6 জন খেলোয়াড়কে কাটিয়ে 60 মিটার অতিক্রম করেছিলেন।তিনি 1979 সালে অনূর্ধ্ব 20 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন।তার নেতৃত্বে আর্জেন্টিনার 1990 সালের বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল। এজন্য ম্যারাডোনা শুধু আর্জেন্টিনার নয় পুরো কাঁপিয়ে একজন জীবন্ত কিংবদন্তী হয়ে আছেন।

4
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder

Comments

Onek onek dhonnobad Meradona ke niye eto sundor kore sajiye guchiye article ti likhar jonno ebong sheta amader sathe share korar jonno. Meradona bikkhato khelowarder moddhe onnotomo ekjon.

$ 0.00
4 years ago

Meradona somporka onak sunachi akhon apni o onak totho dilan valoi laglo onakr onak kichui ojana tara jante parbe

$ 0.00
4 years ago

আর্জেন্টিনা আমার সবথেকে প্রিয় একটা ফুটবল দল। আমি প্রথম থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর ম্যারাডোনাকে আমি অনেক অনেক পছন্দ করি যে আর্জেন্টিনাকে দুই দুইবার শিরোপা জিতিয়েছে।

$ 0.00
4 years ago