মসুর ডাল ভর্তা

2 13
Avatar for Nondini
3 years ago

উপকরণ :

মসুর ডাল 200 গ্রাম

পেঁয়াজ কুচি 2 চামচ

ধনেপাতা কুচি 1 চামচ

কাঁচামরিচ 1 চামচ

সরিষার তেল 1 চামচ

লবণ স্বাদ অনুযায়ী

পানি পরিমাণ মত

যেভাবে বানাতে হবে :

প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন।

একটি পাত্রে সরিষার তেল ও লবণ দিয়ে একত্রে ধনেপাতা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি ভালো করে চটকে নিয়ে সেদ্ধ করা ডাল তাতে দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা করে নিন।

7
$ 0.00

Comments

খুবই মজার একটা খাবার। আমি বাসায় প্রায় সময় মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি ট্রাই করি। খুবই সুস্বাদু খাবার৷ আশা করি সামনে আপনি আরো মজার মজার রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন।

$ 0.00
3 years ago

ডাল ভর্তা আমার কাছে খুব প্রিয় একটি খাবার। আর সেটা হতে হবে শুকনো মরিচের তৈরি ডাল ভর্তা । আশা রাখা আপনার এই পোস্ট দেখে অনেকের উপকার হবে।

$ 0.00
3 years ago