মে দিবস

3 18
Avatar for Nondini
4 years ago

কতগুলো দিন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। 1 মে এদের মধ্যে অন্যতম।এটা মেয়ে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে পরিচিত।শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম কে স্মরণ করার জন্য দিনটি পালিত হয়।মে দিবসে কোন পৃথিবীর অধিকাংশ দেশে পালিত হয়।দিনটির একটি ঐতিহাসিক পটভূমি আছে।শিল্প বিপ্লবের প্রথম দিকে লোকেরা দীর্ঘ সময় কাজ করত। তাদের কে 14 ঘন্টায় এবার এমনকি আরো অধিক সময় কাজ করতে হতো।নিম্নতম বেতন নিরাপত্তা আইন এবং আধঘন্টা কর্মদিবসের প্রয়োজনীয়তা বোধ করেছিল।এ উদ্দেশ্যে 1886 সালে দুই মে ধর্মঘটীরা চিকাগোতে সমবেত হয়ে তাদের অধিকার দাবি করেছিল।তখন পুলিশ ধর্মঘটীদের একটি দলের গুলি করে।এতে কমপক্ষে একজন ধর্মঘটী নিহত 5-6 জন আঘাত প্রাপ্ত এবং আরো অনেক শ্রমিক আহত হয়েছিল।তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকালকার শ্রমিকরা কিছু সুবিধা ভোগ করছে।কিন্তু শ্রমিকদেরকে প্রদত্ত অধিকার ও সুবিধাদি তাদের পরিবারের ভরণপোষণের জন্য পর্যাপ্ত নয়।কাজ এই দিনটি পৃথিবীর সর্বত্র শ্রমিক মুক্তির জন্য অধিক গুরুত্বপূর্ণ।

4
$ 0.00

Comments

অসাধারণ। অনেক ধন্যবাদ আপু আপনাকে মে দিবস নিয়ে এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর্টিকেল লেখার জন্য। মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এটি হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

$ 0.00
4 years ago

পহেলা মে আমরা শ্রমিক দিবস হিসেবে পালন করি। এই দিনটিতে সকল শ্রমিককে আমরা সম্মান করি।

$ 0.00
4 years ago

মে দিবস কথাটা শুনলেই কিছু মানুষের কথা মনে পড়ে যারা শ্রমিকের অধিকার আদায়ের জন্য লড়াই করেছিল

$ 0.00
4 years ago