উপকরণ :কাঁচামরিচ 20 টি
পেঁয়াজ কুচি 1 কাপ
রসুন কুচি হাফ কাপ
ধনেপাতা কুচি 1 টেবিল চামচ
সরিষার তেল 2 টেবিল চামচ
লবণ স্বাদমতো
প্রণালী :-ফ্রাইপেনে তেল দিয়ে পেঁয়াজ,রসুন, মরিচ ভেজে নিন।এগুলো ভাজা ভাজা হলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।
এরপর শিলপাটায় মিহি করে বেটে নিন সব একসাথে।এরপর পরিমিত লবন ও তেল দিয়ে মেখে ভর্তা বানিয়ে নিন।
#তৈরি আপনার কাঁচা মরিচ ভর্তা।
Raw chilli paste is great. It is very salty but it has a lot of taste in it. It is easy to make and rake. My mother makes it.