কালোজিরার ভর্তা

4 17
Avatar for Nondini
4 years ago

উপকরণ :

কালোজিরা 1 কাপ

পেঁয়াজ কুচি 1 কাপ

রসুন আধা কাপ

লবণ স্বাদমতো

সরিষার তেল পরিমাণ মতো

শুকনা মরিচ 4 টি

ধনিয়া পাতা কুচি পছন্দমত

যেভাবে বানাতে হবে :-

প্রথমে চুলায় শুকনা ফ্রাইন পেনে কালোজিরা গুলো ঠেলে দিতে হবে।খেয়াল রাখতে হবে যেন কালোজিরা বলে পুড়ে না যায়।একটি সুন্দর গন্ধ বের হলে কালোজিরা গুলো একটি বাটিতে ঢেলে রাখতে হবে।

এই একই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে তারমধ্যে পেঁয়াজকুচি রসুন কুঁচি এবং শুকনা মরিচ দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে।

তারপর ব্লেন্ডার মিক্সার বা ফ্রুট প্রসেসরে ও এই ভর্তা টি করতে পারবেন।তবে বেশি ভালো হবে শিলপাটায় ভর্তাটি করালে।নতুন শুকনো পাটায় ঢেলে নেওয়া কালোজিরা গুলো মিহি করে বেটে নিতে হবে।

তারপর বাকি উপকরণগুলো এবং সরিষার তেল দিয়ে বেটে নিতে হবে।লবণ চেক করে দেখতে হবে, লাগলে দিয়ে মিশিয়ে নিতে হবে।

9
$ 0.00

Comments

কালোজিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কালোজিরার ভর্তা ও আমাদের জন্য অনেক উপকারী একটা খাবার। যারা এই রেসিপিটি বানাতে পারেননা, তারা এইখানে এই রেসিপি দেখে খুব সহজেই বাসায় এটা বানিয়ে ফেলতে পারবেন।

$ 0.00
4 years ago

সবাই বলে কালোজিরা ভর্তা খেতে খুব মজাদার। একবার চেষ্টা করেছিলাম খাওয়ার,খেতে পারিনি।তবে কালোজিরা সাস্থের জন্য খুব উপকারী।

$ 0.00
4 years ago

কালো জিরা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। কালোজিরার উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না।

$ 0.00
4 years ago

সকল রোগের মহৌষধ কালোজিরা। মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ এটা। আর কালোজিরা ভর্তা খুব সুস্বাদু । অল্প একটু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়।

$ 0.00
4 years ago