উপকরণ :-
ফুলকপি মাঝারি সাইজের 1 টি
তেল 2 চামচ
পেঁয়াজ কুচি হাফ কাপ
কাঁচামরিচ কুচি করা পাঁচ-ছয়টি
আদা কুচি করা হাফ চামচ
হলুদ গুঁড়ো এক চিমটি
ধনেপাতা কুচি 1 চামচ
টক ঝাল আমের আচার তেল সহ 2 টুকরা
গোলমরিচ গুঁড়া 1 চামচ
লবণ পরিমাণমতো
যেভাবে বানাতে হবে :
একটা ফুলকপি ছোট ছোট টুকরা করে লবণ পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিন।এবার একটা পেনে তেল দিয়ে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি গুলো হাল্কা লাল করে ভেজে নিন।
এবার এই তেলে পেঁয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি ব্রাউন করে ভেজে নিন।
এখন ফুলকপির সাথে ভাজা পেঁয়াজ,কাঁচা মরিচ কুচি, আদা কুচি,ধনেপাতা কুচি তেলসহ আমের আচার লবণ দিয়ে হাতে কচলিয়ে ভালো করে পড়তে মেখে নিন।
এবার উপরে ফুল গুলো ছিটিয়ে পরিবেশন করুন।
ফুলকপি দিয়ে এতো মজার একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু তোমাকে৷ ফুলকপি আমার অনেক ভালো লাগে খুব৷ আর ফুলকপির ভর্তা খুব আনকমন একটা রেসিপি৷