দেশের কোন ধর্মীয় সামাজিক বা বিশেষ রাজনৈতিক প্রসঙ্গ প্রবন্ধের প্রতিবাদের প্রতীক কে সাধারণত হরতাল বলা হয়। সংগঠকরা প্রতিবাদ সভা ও মিছিল ইত্যাদি করে থাকে। যানবাহন রাস্তায় নামা বন্ধ রাখে। মাঝে মাঝে উত্তেজিত বিক্ষোভ লোকেরা হরতালের দিনে অফিস দোকানপাট বিভিন্ন সংস্থা যানবাহন বাস করে। হরতালের দিনে জনগণকে খুব কষ্ট ভোগ করতে হয়। অফিসে যেতে পারে না। বাজারে যেতে পারে না। হরতালের জন্য ব্যবসায়ীদের অনেক গুরুতর ক্ষতির শিকার হতে হয়। মোটের উপর দেশের অর্থনৈতিক অবস্থা হরতালের দরুন ভেঙ্গে পড়ে। কাজেই হরতাল আমাদের জাতির কাছে অভিশাপস্বরূপ মনে হয়। ওই কারণে এ ধরনের রাজনীতির চর্চা আমাদের পরিত্যাগ করা উচিত।
3
14
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়৷ আর আপনি খুব সহজ ও সুন্দর করে পুরো বিষয়টিকে উপস্থাপন করেছেন আপু৷ অনেক ভালো লাগলো পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপু।