ছাতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ বৃষ্টি অথবা রোদে ছাতা ব্যবহার করে।একটি ছাতা ফ্রেমের তৈরি।একটি ফ্রেম লোহা বা কাঠের হতে পারে।ছাতার ঠিকমতো খানে একটি লম্বা কাঠির মতো আছে।একটি ছাতা হচ্ছে কাপড়ের ছায়া। ছাতার কাপড় সাধারণত কালো রঙের হয়ে থাকে।আমরা বিভিন্ন ধরনের ছাতা দেখতে পাই।
কিছু কিছু ছাতা আছে বড় আর কিছু কিছু আছে ছোট।আমরা কিছু কিছু ছাতা ভাঁজযুক্ত দেখতে পাই। আমরা ছাতা কে ক্ষনিকের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে।ছাত্র-ছাত্রী এবং বৃদ্ধ লোকেরা বেশিরভাগ ছাতা ব্যবহার করে থাকে।তাই ছাতা আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস।
হ্যা, একদম ঠিক বলেছেন আপনি আপু৷ ছাতা আসলেই অনেক প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে বৃষ্টির দিনের জন্য অনেক বেশি উপকারী।