যখন সারাদিন ধরে বৃষ্টিপাত হয়ে থাকে তখন আমরা একে একটি বর্ষণমুখর দিন বলে থাকি। বৃষ্টির দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। বৃষ্টির দিনে আমরা সূর্য দেখতে পাই না।বৃষ্টির দিনে সর্বত্র সুন্দর দৃশ্য দেখা যায়।
সবকিছু স্বপ্নপুরের মতো মনে হয়।আমাদের শরীর ও মন কি ঠান্ডা সতেজ রাখে।কৃষকেরা ব্যস্ত থাকে।বৃষ্টির দিনে সূর্য দেখা যায় না। সমগ্র স্থান এবং মাঠ কাদায় পরিপূর্ণ মিছিল হয়ে যায়। আমরা ছাতা ছাড়া বাইরে যেতে পারি না।
বর্ষাকালে আমাদের ভূমিগুলো উর্বর হয়।দরিদ্র মানুষ ও বৃদ্ধ লোকেরা কাজের জন্য বাইরে যেতে পারে না।ছাত্রদের স্কুলে যাওয়ার প্রয়োজন পড়ে না।একটি বৃষ্টির দিন কেবল আনন্দেরই নয় দুঃখের ও বটে।
অনেক অনেক ধন্যবাদ আপু বর্ষা নিয়ে এতো সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। বর্ষাকালের যেমন উপকারীতা আছে তেমনি অপকারিতা ও আছে। তবুও ভালো লাগে বর্ষাকাল।