যে লোক কৃষি কাজ করে তাকে কৃষক বলা হয়।বাংলাদেশ কৃষকের জীবন ভালো নয়।সে অল্প জমির মালিক। সে অশিক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করতে হয় তা সে জানে না। তার এক জোড়া বলদ ও হাতে তৈরি কিছু যন্ত্রপাতি আছে।প্রায়ই তার বীজ সার ও কীটনাশক কেনার টাকা থাকেনা।ফলে সে তার ও তার পরিবারের জন্য যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারে না। সে সঠিক ভাবে তার জমি চাষ করতে পারে না। সে খুব ভোরে ঘুম থেকে উঠে, মাঠে যাই, জমি চাষ করে, বীজ বপন করে এবং আগাছা নিরায়। সে দুপুরে বাড়িতে আসে, তার খাবার খায় এবং আবার মাঠে যায় সে গরিব হয়ে জন্মগ্রহণ করে। মাঝে মাঝে ঋণ দাতার কাছ থেকে টাকা ধার নেই। সে যদি টাকা পরিশোধ করতে না পারে তবে তার জমি বিক্রি করে দেয়। একজন কৃষক প্রকৃতির দয়া অপেক্ষা করে থাকে।তার জীবনে আনন্দ বেদনা আছে। সে যদি ভাল ফসল পাই তবে তার মুখে হাসি ফুটে।পক্ষান্তরে যদি ভাল ফসল না হয় তবে তার দুঃখের সীমা থাকে না। সে এবং তার পরিবার অনাহারে থাকে। সে অতি দরিদ্র জীবন যাপন করে। যদিও সে কঠোর পরিশ্রম করে তবুও স্বচ্ছ জীবন যাপন করতে পারে। সে অভাবের ভয়ে তার মাথা তুলতে পারেনা। তার জীবনের অর্থ অস্তিত্বের সংগ্রামে টিকে থাকে।
2
14
অসাধারণ লেখণী।অনেক ভালো লিখেছেন, আশা করি আগামী তে আরো এগিয়ে যান