দেশের উন্নয়নে নারীদের অবদান

6 21
Avatar for Nondini
3 years ago

আমাদের দেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় 50 জন নারী।একথা অস্বীকার করা যায় না যে আমাদের দেশের উন্নয়নে নারী সম্প্রদায়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূর্বে আমাদের সমাজে নারীদের কে বল প্রয়োগ করে গৃহাভ্যন্তরে রাখা হতো। কিন্তু ওই সময় আর নেই। এখন নারীরা তাদের সামর্থ্য ও মেধার প্রমাণ দিয়েছে। তারা তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অফিস ব্যাংক বিদ্যালয় ব্যবসা-বাণিজ্যের কাজ করছে। লালন পালন পরিবারের ব্যবস্থাপনা এমন কিছু কেনাকাটাও বাজার মহিলারাই করে। উৎপাদনের প্রতি ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের নারীদের উপর নির্ভরশীল আমাদের পোশাক শিল্প শ্রমিকদের শতকরা 70 ভাগেরও বেশি মহিলা। তারপর পোল্ট্রি শিল্পে নারীদের অংশগ্রহণ দেশের মোট উৎপাদন কে বৃদ্ধি করেছে।আজকাল প্রতি ক্ষেত্রে নারীদের কে প্রাধান্য দেওয়া হচ্ছে। চিকিৎসাবিজ্ঞান সংস্কৃতির ক্ষেত্রে সরকার নারীদের বিশেষ যত্ন নেই। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় নেত্রী নারী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের নারীরা দেশের উন্নয়নে অবদান রাখছে।

7
$ 0.00

Comments

Please subscribe my profile and like comment,,,,,

$ 0.00
3 years ago

অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপনি,,অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

সংসারের উন্নয়নের থেকে শুরু করে দেশের সকল খাতের উন্নয়নের পেছনে নারীদের অবদান অনেক অনেক বেশি। ধন্যবাদ নারীদের অবদান সম্পর্কে অনেক কিছু জানা ছিল না সেগুলো জানানোর জন্য অনেক ধন্যবাদ। আশা করি এভাবে নতুন নতুন জিনিস নিয়ে আর্টিকেল দেখবেন এবং শেয়ার করবেন।

$ 0.00
3 years ago

প্রতিটি ক্ষেত্রেই নারীদের অবদান অনস্বীকার্য। নারীদেরকে বাদ দিয়ে কখনোই কোনো উন্নতি বা উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতির উন্নয়নে নারীরা অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷

$ 0.00
3 years ago

Narira jmn ranna korte pare tmn cul o badte pare. Karon nanira jug jug dhore sokol khatrai obodan diya ascha sudhu naridar nam tai oivabe hoi na jevabe purusdar ta hoi. Atai jogotar niyom

$ 0.00
3 years ago

Ji apni akdom thik bolachan naridar obodan sotti onak. Narira amn onak kichutai tadar obodan rakha kichu prokash hoi kichu prokash hoi na

$ 0.00
3 years ago