1
17
একজন ডাক পিয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং কম উপার্জনকারী সরকারি চাকরিজীবী। তিনি আমাদের জীবনে একটি প্রয়োজনীয় দায়িত্ব পালন করে থাকেন।তিনি ডাকঘরের কাজ করে থাকেন।তিনি খাঁটি পোশাক পরিধান করেন। তার মাথায় পাগরি থাকে।চিঠিপত্র পার্সেল মনিঅর্ডার বাছাই করেন এবং এগুলো তিনি প্রাক পকের নিকট পৌঁছান। এজন্য তিনি এক ঘর থেকে অন্য ঘরে যাবি।
তিনি যখনই কোন জিনিস প্রাপকের কাছে বিতরণ করেন সাথে সাথে তার স্বাক্ষর রাখেন।একজন ডাক পিয়ন মানুষকে সুখী এবং অসুখে করতে পারে।তিনি অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ ব্যক্তি।কিন্তু তার বেতন অতি স্বল্প।আমরা কখনো তার কঠোর পরিশ্রমে অসহায় জীবনের কথা ভাবি না।
thiki bolachan akjon dak piyon onak jonar asa sonpo vorosa powcha dai tar apon jondar kacha