বিদ্যালয় গ্রন্থাগার এমন একটি স্থান যেখানে বিভিন্ন প্রকার বই পাঠকের জন্য রাখা হয়।অধিকাংশ ছাত্রছাত্রীর জ্ঞান উন্নত করার জন্য গ্রন্থাগার প্রয়োজন হয়।আমাদের স্কুল প্রাঙ্গণে একটি গ্রন্থাগার আছে।এতে বইয়ের ভালো সংগ্রহ হয়েছে।আমরা বিভিন্ন বই পড়ে নোট তৈরি করার জন্য এগুলো ব্যবহার করি।অবসর সময় কাটানোর জন্য আমরা লাইব্রেরি ব্যবহার করি।আমাদের লাইব্রেরি আমাদের প্রতিষ্ঠান দ্বিতীয় তলায় অবস্থিত।এটা প্রশস্ত ও আলো-বাতাস ময়। সাহিত্য ইতিহাস বিজ্ঞান বাণিজ্য ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞানের বিভিন্ন বিভাগের বই আছে।প্রত্যেক ছাত্রের লাইব্রেরী কার্ড আছে।আমরা একেবারে দুটি বই ধার দিতে পারি।আমরা সাতদিন বই রাখতে পারি।গ্রন্থাগারে কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা হয়।লাইব্রেরীতে শান্ত পরিবেশ থাকে।আমাদের স্কুল লাইব্রেরি জ্ঞান বৃদ্ধির পক্ষে অত্যন্ত সহায়ক।এটা আমাদেরকে দৈনিক সংবাদপত্র দিও প্রদান করে।প্রত্যেক বিদ্যালয়েই একটি সমৃদ্ধশালী গ্রন্থাগার থাকা উচিত।
3
10
সুন্দর একটা আর্টিকেল। বিদ্যালয় গ্রন্ধাগার একটা বিশেষ স্থান। সেখানে আমরা অনেক কিছু শিখতে পারি৷ অনেক শিক্ষা অর্জন করতে পারি।