যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল।

5 12
Avatar for Noman36987
3 years ago

যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল।

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,

পুরুষ চায় নিজের শক্তির দিকে।

তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয় ।তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে,

কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে।সবাই তোমাকে কষ্ট দিবে,

তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।মনের মানুষের কাছে বেশি

আবেগ প্রকাশ করতে যেওনা।

কেননা,সে তোমার এই দুর্বলতার

সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল।জীবন চলার পথে বাঁধা আসতেই পারে

তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,

যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার

শুরু করতে হবে।প্রাচুর্যের মধ্যে থাকা কালে দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ।মানুষ মানুষের জন্য,

মানুষকে ভেবোনা বাজারের পন্য,

হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,

তাই বলে তুমি নিভিয়ে দিওনা,

তার জীবনের আলো ।

5
$ 0.00

Comments

খুবই সুন্দর একটা পোষ্ট। জিবনে সফলতা আনার জন্য মনের জোর বাড়ানো র জন্য এই পোষ্ট টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবার জিবনে। একা একা চলাই ভালো কেনোনা যে আসবে সে জিবনে এগিয়ে নিয়ে যাবে ন বরং জিবনটা পিছিয়ে দিবে। কারণ সে হবে একটা শয়তান সে হবে একটা আবেগ। জিবনটা যখন নিজের তখন চেষ্টা টাও নিজের। কেউ এসে জিবনে সফলতা আনতে পারবে না। তাই নিজের জিবন নিজেই সুন্দর করতে হবে।

$ 0.00
3 years ago

your writing is very. I really like your post. thank you so much .

$ 0.00
3 years ago

খুব সুন্দর লিখনি কথায় আছে যদি তুর ডাক শুনে কেও না আসে তবে একলা চলরে

$ 0.00
3 years ago

খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আরও এমন গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করবেন।আপনার সাথে সহমত। নিজের বুদ্ধিতে চলা ভালো, যে যাই বলুক আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ তখনই হবে যখন নিজের বুদ্ধির বিকাশ ঘটাবে। অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকানো ভালো। মনের কথা বা কষ্ট কাউ কে শেয়ার না করা ভালো।পরক্ষনে সে তোমার দুর্বল জাগাই আঘাত করবে।

$ 0.00
3 years ago