বেলাশেষে
নদী
আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।
হয়তো সেদিন থাকবো না আমি
থাকবে না আমার সুরের বাঁশি,
কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে
কারণ আমি শুধু তোমায় ভালবাসি।
প্রতিটা দিন ভাবি
তোমারি সব স্মৃতি,
প্রতি রাতের অন্ধকারে
তোমাকেই মনে পড়ে,
দেখা হবে তোমার সাথে
আবার এক চায়ের কাপে।
আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।
এই পৃথিবীরও কাছে
যতটুকু চাওয়া আছে,
আমি সবটুকু দিলাম তোমায়
তবু ছেড়ে যেও না এই আমায়।
আবার আসবে সে
ফাগুনের বেলাশেষে,
ময়ূর মেলবে পেখম
রংধনু উঠবে আকাশে।❣️
What a poem dear friend. Keep it up .you are great writer