0
18
আমি নিঝুম রাতের নির্ঘুম কোন পাখি ,
শহরের কোলাহল ভরা,
ক্লান্ত পরিবেশে শান্ত নীড় বুনি।
দিবা স্বপনে ভেসে যাই দূরে ,
নীল আকাশের সীমানা পেরিয়ে।
নিঃশব্দে নির্বাক চোখে চেয়ে রই পথপানে।
আসবে সেদিন আসবে আবার ফিরে,
ক্লান্তি শেষে ঘুমাবে পৃথিবী ,
শান্ত নীরব মনে।
সেদিন আমিও না হয় ঘুমিয়ে যাব,
নিঝুম রাতের ঘরে।
চেয়ে আছি তাই,
নিঝুম রাতের নির্ঘুম আঁখি পাতে।
তুমিও না হয় আমার দলের
নতুন বন্ধু হলে।
🕊️🕊️🕊️🐦🕊️🕊️🕊️