Assalamu Alaykum

0 16
Avatar for Niha657
3 years ago

You have 12 unread messages !

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত অন্ধকার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এই আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল, যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা শ্রেষ্ঠ যুগ।

কিন্তু আফসোস! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় ওঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষু প্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানের দমকা হাওয়া। যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন— ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’।

মানুষের ইচ্ছা যখন তার চিন্তা ও চেতনায় ঘুরপাক খেতে থাকে, ঠিক তখনই মানুষ স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ নেয়, তখন সেটার সুখানুভূতি প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। ‘ম্যাসেজ’ বইটি আমার কাছে ঠিক তেমনি একটি স্বপ্নের নাম। প্রথম বই প্রকাশের অনুভূতিটা আসলেই অন্যরকম। বইয়ের শুরুর গল্প, ড্রাফট তৈরি, ঘষা-মাজা, পারফেকশন, অ্যাডিশন-ডিডাকশন, প্রচ্ছদ ডিজাইন, লেখকের কথা, সূচিপত্র এবং অবশেষে স্বপ্নকে মলাটবন্দী করতে পুরো বইটি প্রেসে পাঠানো—সবখানে যেন ভালো-লাগারা এসে ভীড় করেছে। এভাবে প্রকাশনার প্রতিটি ধাপেই যেন এক বিচিত্র অভিজ্ঞতা। অনুভূতিগুলো আলোড়িত হচ্ছিল প্রতিটি মুহূর্তেই। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছিলাম—কখন কাজটি আলোর মুখ দেখবে?

অবশেষে সকল কল্পনা-জল্পনার ইতি টেনে বইটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ! অপেক্ষা করছি, পাঠক ফিডব্যাকের। ইতোমধ্যে দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দু’আ ও শুভেচ্ছা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞ।

যারা প্রি-অর্ডার করেছেন সবাইকে আন্তরিক শুকরিয়া। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বইটি পৌঁছে যাবে আপনাদের হাতের নাগালে। অনলাইন বুকশপসহ দেশের সকল লাইব্রেরিগুলোতে সহসাই এভেইলএবল হবে বইটি ইনশাআল্লাহ।

সবাই নিরাপদে থাকুন। সবার জন্য অনেক দু’আ আর ভালোবাসা। আপনাদের এই ভাইকেও দু’আয় শামিল রাখুন।

0
$ 0.00
Avatar for Niha657
3 years ago

Comments