যে স্বপ্ন দেখলে নিশ্চিত জান্নাতে যাবেন। এবং আল্লাহ্ আপনাকে ভালোবাসবেন!!

1 10
Avatar for Nazmul32
3 years ago

যখন আপনি কাউকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন, তখন আল্লাহ্ ও আপনাকে ভালোবাসবেন। যখন আপনি সেই ব্যক্তিকে মন থেকে স্মরণ করবেন একই সাথে আল্লাহর কথা ও আপনার স্মরণ হবে। আর আপনার সেই ব্যক্তির জন্য ভালোবাসা আপনা আপনি বাড়তেই থাকবে।” ~ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য জায়গায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেনঃ “যখন আপনি কাউকে দুনিয়াবি কারনে ভালোবাসবেন (আপনার প্রতি তাদের অবদান,তাদের খ্যাতি কিংবা অন্য যেকোন কারনে) তাহলে আপনি প্রকৃতপক্ষে তাদের ভালোবাসেন না। আপনি তাদের সম্মান, যশ, ব্যক্তিত্ব কিংবা অর্থকে ভালোবাসেন।” আল্লাহর জন্য ভালোবাসা ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে দুনিয়ার যেকোন কিছুর চাইতে আল্লাহ্ এবং তাঁর রাসূলের প্রতি অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা ধারণ করা। হাদিসে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন,” সাত শ্রেনীর ব্যক্তি কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়ায় স্থান লাভ করবে। তার মধ্যে এক শ্রেনী হচ্ছে যারা একে অন্যকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছে।” আল্লাহ্ আমাদের অন্তরে আল্লাহর এবং তাঁর রাসূল ﷺ প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টি করে দিক। কেবলমাত্র কাউকে আল্লাহর জন্য ভালাবাসা ও আল্লাহর জন্য ঘৃনা করার তাওফিক দিক। আমীন।।

2
$ 0.00

Comments

Thanks for this article vi

$ 0.00
3 years ago