টাকা কথা বলে!

1 17
Avatar for Nazmul32
4 years ago

কেউ কেউ জিজ্ঞেস করবে, তুমি কেন টাকা নিয়ে বই লিখলে?
আমি কেন এ বইটি লিখলাম তার অন্যতম কারণ হলাে পৃথিবীবাসী সম্প্রতি (১৯৩০-এর দশক–অনুবাদক) এমন এক ভয়ানক অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছে। যে দারিদ্রের ভয় কোটি কোটি নারী-পুরুষকে নিশ্চল করে দিয়েছিল । আমি । চেয়েছি তারা যেন এ বইটি পড়ে অর্থ উপার্জনের একটি উপায় খুঁজে বের করতে ।
পারে ।
পারব হওয়ার ভয় মানুষের কী দশা করতে পারে তার চমৎকার বর্ণনা। দিয়েছেন ওয়েস্টব্রুক পেগলার নিউইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে। তিনি লিখেছেন:
ঢাকা স্রেফ একটি ধাতব চাকতি কিংবা এক টুকরাে কাগজ ছাড়া কিছু নয় । তবে মানুষের মনের মধ্যে যে সম্পদ রয়েছে তা অর্থ দিয়ে কেনা যায় না । কিন্তু। বেশিরভাগ মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে এ বিষয়টি মনে রাখতে সমর্থ হয় না। এবং তাদের স্পিরিটও ধরে রাখতে পারে না। একজন লােক যখন রাস্তায় নেমে আসে, কোনাে চাকরি খুঁজে পায় না, তখন তার স্পিরিট শ্লথ হয়ে আসে । চাকরিজীবী মানুষজনের মাঝে হীনমন্যতায় ভুগতে থাকে সে যদিও জানে চারিত্রিক বৈশিষ্ট্য, বুদ্ধিমত্তা কিংবা সামথ্যের দিক থেকে সে এদের সমকক্ষ নয় 

2
$ 0.00

Comments

It's reality brother

$ 0.00
4 years ago