অনলাইনে যতধরনের কাজ পাওয়া যায় তার মধ্য সবচেয়ে বেশি কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে।
ওয়েবসাইট তৈরি, পরিবর্তন, পরিবর্ধন, টেম্পলেট বা ওয়েবসাইটের জন্য ডিজাইন তৈরি করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO ইত্যাদি এর মধ্যে অন্তর্ভূক্ত।
ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস শিখে নিতে হবে।
ওয়েবসাইট তৈরি করা ক্ষেত্রে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সবচাইতে বেশি ব্যবহৃত হয় PHP এবং ডাটাবেইজ হিসেবে MySQL । PHP অত্যন্ত সহজ একটি ল্যাঙ্গুয়েজ যা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেখা সম্ভব। Google-এ সার্চ করে আপনি প্রচুর কোড, টিউটরিয়াল, ওপেনসোর্স স্ক্রিপ্ট পেয়ে যাবেন। PHP এবং MySQL এর সাথে সাথে আপনাকে HTML, Javascript, CSS ইত্যাদি বিষয়ের উপরও ভাল জ্ঞান থাকতে হবে।
এজন্য আপনি www.w3schools.com সাইটের সাহায্য নিতে পারেন। প্রথমে HTML, CSS মেনুতে গিয়ে মনোযোগ সহকারে পড়ুুন ও প্রেক্টিস করুন। হেল্প লাগলে কমেন্ট করুন।
Ok,i should follow ur instruction.Keep writting.