সমাজের বাইরে কেউ নই। জীবন ধারণ ও গঠনের জন্য সমাজের সংস্পর্শ প্রয়োজন। মানুষ নিত্য নানাবিধ সামাজিকতার মধ্য দিয়ে সমাজের সঙ্গে সংযুক্ত হওয়ার পাশাপাশি একে অপরের সান্নিধ্যে আসে। প্রতিটি সামাজেই গঠনমূলক মূল্যবোধ বিদ্যমান। এই মূল্যবোধগুলোর আলোকে সমাজে বসবাসরত মানুষ একে অপরের সঙ্গে ভাববিনিময় ও আচার আচরণ করে থাকে। ফলে সমাজ হয়ে ওঠে প্রত্যেক মানুষের জন্য নিরাপত্তা, সুখ-শান্তি, সহভাগিতা-সহযোগিতা, শৃঙ্খলা ও একাত্মতার স্থান।দুঃখের বিষয় ধীরে ধীরে বহু ক্ষেত্রে সামাজিক মূল্যবোধগুলো যেন বিলীন হয়ে যাচ্ছে। বহুল প্রচলিত একটি কথা ‘ব্যবহারে বংশের পরিচয়’ ব্যক্তির ব্যক্তিগত ও বংশের যাবতীয় ভাল-মন্দ চিত্রগুলোকে প্রকাশ্যে নিয়ে আসে। সমাজের কাছে উন্মোচিত হয়ে পড়ে ব্যক্তি ও বংশের যাবতীয় তথ্যাবলী।ভিন্ন পথ সৃষ্টি করে শিষ্টাচার ও সৌজন্যবোধ বহির্ভূত কোন কথা বা আচরণ কখনই গ্রহণীয় নয়। এ ধরনের আচরণ সমাজ, পরিবেশ ও বৃহৎ গোষ্ঠীর জন্য দৃষ্টান্তমূলক কোন উদাহরণ না হয়ে বরং ধ্বংসাত্মক পরিস্থিতি ও কুদৃষ্টান্তই সৃষ্টি করে।
8
29
You written this short article about character so nicely. Keep it up.