আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?আজকে আলাপ করবো বাচ্চাদের জন্য পুষ্টিকর হোমমেড স্বাস্থ্যসম্মত সেরিলাক খাবার নিয়ে :
জরিপে বলা হয় বাচ্চাদের মস্তিষ্কের শতকরা ৯০ ভাগ বিকাশ ৫ বছর পর্যন্ত হয়, তাই আপনার ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চার জন্য প্রোপার নিউট্রিশন নিশ্চিত করতে আমাদের তৈরি পুষ্টিকর, ফ্রেশ, মজাদার হোমমেড ফুড খাওয়াতে পারেন।
বাচ্চা খিচুরি খেতে চায়না?? আপনার চিন্তা দূর করার জন্য এই চেরিলাক.. এতে আছে কয়েক রকমের ডাল ও চাল যাতে বাচ্চা খিচুরি না খেয়েও খিচুরির পুষ্টি পাবে।
বাচ্চারা ছাড়াও গর্ভবতী মায়েদের জন্য আমাদের হোমমেড সেরিলাক স্টেজ ২ খাওয়াতে পারেন।
🌿 স্টেজ ১: (৬ মাস থেকে ১০ মাস):
গম(wheat), যব(Barley), ভুট্টা(corn),সাগুদানা, লাল বিন্নি চাল(red sticky rice),বাসমতি চাল, পোলাওর চাল, নাজিরশাইল চাল, মুগডাল, মসুর ডাল, মাসকলাই ডাল, বুটের ডাল ও এলাচ দিয়ে তৈরি।
🌿 স্টেজ ২ :(১১ মাস থেকে ৫ বছর) ::
গম(wheat), খুরমা খেজুর(dried dates, imported),যব(Barley), আখরোট(walnut),পেস্তাবাদাম(pistachio), কাজুবাদাম(Cashewnut) কাঠবাদাম(almond), ভুট্টা(corn), সাগুদানা, লাল বিন্নি চাল(red sticky rice),বাসমতি চাল, পোলাওর চাল, মসুর ডাল ও এলাচ দিয়ে তৈরি।
এই সেরিলাক এ আছে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন এ, বি, বি১, K,E, জিংক, ফ্যাট, এনার্জি, ফসফরাস, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, আনস্যাচুরেটেড অয়েল, অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আপনার বাচ্চার স্বাস্থ্য ও মেধার বিকাশ ঘটাবে এটি সম্পূর্ণভাবে ফ্লেভার ও প্রিজারভেটিভ মুক্ত।
আপনাদের সহযোগিতা ও ভালবাসা পেলে আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো।
🛍️অর্ডার করতে এখনই মেসেজ করুন অথবা কল করুন ০১৮১৬০৩৫১৩৫ নাম্বারে।
I liked the homemade serelac. I think,it would be healthy for my son.