4
12
ডাকে পাখি-ফুটে ফুল, একি বসন্ত নাকি ভুল।নতুন পাতায় বৃক্ষ-চারা, কচি পাতায় তরুলতা।আবছা নীলে ঢাকা আকাশ, ধুলোয় মাখা এই বাতাস আমার এই মন গেছে উড়ে, কন্ঠ আজ বসন্তের উদাস সুরে।
তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালবেসো... আমাকে নয়, অন্য কাউকেৃ তবে তোমার মতো করে নয়, আমার মতো করে...যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি।থাকবে শুধুই প্রতিক্ষা..........
মন দেখে ভালবাসো, ধন দেখে নয়..গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখ, দিনের বেলায় নয়।একজনকে ভালবাস, দশ জনকে নয়..।
আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লিখেছেন শুভকামনা রইল আপনার জন্য আশা করি আপনাকে পাশে পাব