Tv Series : Mr. Robot
Genre : Phycological thriller, Hacking, Crime
Imdb : 8.5
Total Season : 4
Total Episodes : 43
Cast : Rami Malek , Christian Slater , Carly Chaikin
Fight Club মুভিটা কমবেশি সব মুভি লাভারদের ই দেখা । মারাত্মক সাইকোলজিক্যাল থ্রিল আর টুইস্ট এর কারণে মুভিটা অনেকেরই প্রিয় । যদি কেউ Fight Club মুভিটার মত টুইস্ট আর থ্রিলারের খোঁজ করছেন তাহলে এই সিরিজটা আপনার জন্যই ।
কাহিনী : Elliott Alderson নিউইয়র্ক এর AllSafe নামক একটি কোম্পানিতে কম্পিউটার সাইবার সিকিউরিটি পদে কাজ করে । নিউইয়র্ক এর আরেকটি বড় ও শক্তিশালী কোম্পানি হল ECrop. যার শাখা ছড়িয়ে রয়েছে পুরো পৃথিবী জুড়ে । Elliot এর বাবা এই কোম্পানি তে কাজ করত ৷কিন্তু ECrop কোম্পানির বড় অফিসারদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে Elliot এর বাবা সহ আরো অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ৷ এছাড়াও ECrop কোম্পানিটা বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িত ৷ যার মাধ্যমে তারা প্রভাব বিস্তার করছে সাধারণ মানুষের জীবনে। তাই এই কোম্পানিকে নিচে নামানোর জন্য "F Society" নামক একটা হ্যাকিং গ্রুপ প্ল্যান করে কাজ করে যাচ্ছে । যার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয় Elliott Alderson .
তারপর .......??
"তারপর আপনারা হয়ত ভাবছেন যে , F Society এর প্ল্যান অনুযায়ী কাজ করে Elliot ও তার সহকর্মীরা ECrop কোম্পানি কে ধ্বংস করে দেয় ৷"
তাইতো ???
যদি তা ভেবে থাকেন তাহলে নিজের ব্রেইনটাকে একটু Sharp করে সিরিজটা দেখতে বসেন। কারণ এরপর যে ধরণের টুইস্ট এবং সাইকোলজিক্যাল থ্রিল আপনি দেখতে ও অনুভব করতে যাচ্ছেন তা আপনার কল্পনার ও চিন্তার বাহিরে । আপনার ব্রেইন সবসময় একটা চাপের মধ্যে থাকবে ।
আর ফিনিশিং !!!
সেটার কথা না বললেই নয় ,
ফিনিশিংটা আপনার ব্রেইনের চাপ একদম বাড়িয়ে দিবে ।
মনে হবে যে , পরিচালক একদম পাগল ।
আর, সে শুধু আপনার ব্রেইন নিয়ে খেলাধুলা করছে ।
Awards : সিরিজটা মোট ৭৬ বার নমিনেশন পেয়ে ২০ টা পুরস্কার জয় লাভ করেছে ।
সিরিজটার প্রথম তিনটা সিজন এর হিন্দিটা ডাব আছে ।
Happy watching