বিজয়ী বনাম বিজেতা :

2 37
Avatar for Nasif121
3 years ago

বিজয়ীরা সবসময় প্রশ্মের উত্তর খোঁজেন

# বিজিতরা প্রশ্মের সমস্যা নিয়ে ব‍্যস্ত।

* বিজয়ীদের একটি কার্যক্রম থাকে

# বিজিতদের সব বিষয়ে অজুহাত থাকে।

* বিজয়ীরা বলে " তোমার হয়ে কাজটা করে দিচ্ছি"

# বিজিতরা বলে ' এটা আমার কাজ নয় '

* বিজয়ীরা প্রতি সমস্যার সমাধান দেখতে পান

# বিজিতরা প্রতি সমাধানের একটি সমস্যা দেখেন।

* বিজয়ীরা বলে কাজটি কঠিন কিন্তু করা সম্ভব

# বিজিতরা বলে কাজটি করা গেলেও খুব কঠিন।

* বিজয়ীরা ভুল করলে স্বীকার করে যে ভুলটা আমার

# বিজিতরা ভুল করলে বলে এটা আমার দোষ না।

* বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করে

# বিজিতরা প্রতিশ্রুতি দেয়।

* বিজয়ীরা বলে আমি অবশ্যই কি করব

# বিজিতরা ফলে কি করা উচিৎ

*বিজয়ীরা দলের একজন সদস্য রুপে কাজ করে

# বিছিতরা একাই একাই কাজ করে।

* বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেধ

# বিজিতরা ক্ষতির দিকে নজর দেন।

* বিজয়ীরা সম্ভবনা বিচার করে

# বিজিতরা সমস্যা বিচার করে।

* বিজয়ীরা জয়ে বিশ্বাস করে

# বিজিতরা ভাবেন জয়ী হলেও অন্য একজনের পরাজয় হবে।

*বিজয়ীরা থার্মোস্টাট যন্ত্রের মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে

# বিজিতরা থার্মোমাটারের মতো তাপমাত্রার মাপে

* বিজয়ীরা বিবেচনা করে কথা বলে

# বিজিতরা যা মনে করে তাই বলে।

* বিজয়ীরা কঠিন তর্কে মোলায়েম বাক্য ব‍্যবহার করে

# বিজিতরা সহজ বিতর্কে কঠিন বাক্য ব‍্যবহার করে ।

* বিজয়ীরা ঘটনা ঘটতে দেন

# বিজিতরা জয়ের পরিকল্পনা করে প্রস্তুতি নেয়।

* বিজয়ীরা সত্যি বলতে ভয় পায় না

# বিজিতরা ভয়ে মিথ্যা বলে।

* বিজয়ীরা মূল্যবোধের ক্ষেত্রে আপন করেন

# বিজিতরা সমান‍্য বিষয়ে দৃহ হন।

বিজয়ী হওয়ার কার্যকর পদক্ষেপ :

১. একজন ভালো সন্ধানকারী হোন।

২. কাজটি এখনি সম্পন্ন করার অভ‍‍্যাস তৈরি করুন।

৩. নিরবচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহন করুন।

৪. ইতিবাচক মনোভাব তৈরি করুন।

৫. নেতিবাচক প্রভাব থেকে দুরে থাকুন।

৬.যে কাজ করতে হবে তার প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করুন।

৭. ইতিবাচক চিন্তা ও কাজের মাধ্যমে দিন শুরু করুন।

3
$ 0.00
Avatar for Nasif121
3 years ago

Comments

Wow... Good article...

$ 0.00
3 years ago

Wonderful article dost... Cery on

$ 0.00
3 years ago