এই প্রজন্ম যে বয়সে ইভটিজিং খুন হিংসা মারামারি রাজনীতি ধর্ষণ প্রেম যৌতুক দেওয়া নেওয়া দেখে দেখে বড় হচ্ছে,,
আর আমরা সেই বয়সে রুপকথার গল্প শুনতাম!!!
আমাদের যে বয়সে চাঁদ মামার কবিতা বলে ভাত খাওয়ানো হতো,,এখন বাচ্চারা সে প্রেমিকার ঠোঁটে চুমু খাওয়া শিখে,,
আমাদের শিখানো হইছে তুমি বড়দের মুখে মুখে কথা বলবেনা বড়রা যেখানে দাঁড়াবে সেখানে দাড়িঁয়ে থাকবেনা,,বড়দের দেখলে সাইকেল থেকে নেমে যাবে,,যদি তুমি না করো তাহলে তুমি বেয়াদব তুমি কোনদিন বড় হবেনা জীবনে ভালো কিছু শিখতে বা করতে পারবেনা,,
এখন বাচ্চারা কি করে মুরুব্বির মুখে মুখে কথা বলতে হয় সেটা শিখে,,মুরব্বি দেখলে সাইকেল থেকে নামা তো দূরের কথা সালাম পর্যন্ত দেয়না,,উল্টা বহু ঘটনা ঘটে বাচ্চাদের থেকে মুরব্বিরা আঘাত প্রাপ্ত,,এটাই এখন স্মার্টনেস!!
আমাদের বাবা মা শিখিয়েছে,,দাদা দাদীর সেবা করা,,এখন বাবা মা শিখাচ্ছে তাদের সন্তানকে বৃদ্ধশ্রমের ব্যবহার,,
সময়টা কি খুব বেশি হয়ে গেছে???? এত তাড়াতাড়ি যুগটা বদলে গেলো কি করে???