অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলা আর সবই কপাল বলে আফসোস করা

0 2
Avatar for Najmul1234
3 years ago

বাঙালি বাবা-মায়েরা তাদের ছেলেমেয়েদের সারা বছর সিকিউরিটি গার্ডের মতো পাহারা দিয়ে রাখবে যেনো কারো সাথে প্রেমটেমে জড়াতে না পারে।আবার বিয়ের বয়স হলে তখন জিজ্ঞেস করবে,তোমার কি পছন্দের কেউ আছে নাকি! থাকলে বলো।কথায় মনে হবে যেনো এখনি বিয়ে দেয়ার জন্য তারা প্রস্তুত।এরপরে ছেলেমেয়েরা এরকম কথা শুনে ডিপ্রেশনে চলে যায়।হায় হায় কি বলে! সারা বছর বলল যেনো প্রেমটেম না করি আর এখন বলতেছে পছন্দের কেউ আছে কিনা! এখন পছন্দের মানুষ কোথায় পাবো!

আবার আপনি যদি বলেন আপনার কারো সাথে রিলেশন আছে তাহলে তো আর কোনো কথাই নাই।এই কথা শুনা মাত্রই কোনো এক বিদেশির সাথে কিংবা আপনার বাবার বন্ধু অথবা আপনার মায়ের বান্ধবীর ছেলের সাথে আপনার বিয়ে ফাইনাল হয়ে যাবে।বিয়ের পরে হাজারটা অশান্তির পরে যখন আপনার ডিভোর্স হবে তখন বসে বসে কপাল চাপড়াবে আর বলবে,সবই কপাল।

অথচ তখন ভালোভাবে মেনে নিলে এসব কিছুই হতো না।

ছেলেমেয়েরা ভালো গান গায়,ভালো নাচ করে,ভালো ছবি আঁকে এসবের দিকে কখনই তারা ফোকাস করতে দেবে না।তাদের টার্গেট শুধু জিপিএ ফাইভ আর নামি-দামি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্তই সীমাবদ্ধ।অথচ প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও অনেক কিছু রয়েছে যেসব ক্রিয়েটিভি দিয়েও সামনে এগোনো সম্ভব।সারাক্ষণ কড়া শাসন আর পড়াশোনার চাপে ছেলেমেয়েরা ভুলেই যায় তারা আদৌ কি স্বপ্ন দেখেছিলো।

অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলা আর সবই কপাল বলে আফসোস করা।

1
$ 0.00

Comments