ভাদেশ্বর

3 22
Avatar for Najib1234
4 years ago


এক নজরে ভাদেশ্বর ইউনিয়ন

ভুমিকা: প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় ঐতিহ্য মন্ডিত সিলেট জেলা বাংলাদেশে অনন্য স্থানে আসীন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ছোট ছোট পাহাড়, টিলা, অরণ্য বেষ্টিত সিলেট স্বমহিমায় উদ্ভাসিত। প্রবাসী অধ্যুষিত সিলেটের জনগণ দেশের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি নদীর অপরূপ সৌন্দর্য সিলেটকে আলাদা ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছে। ঐতিহাসিক কাল থেকে-দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেট, এই সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জ থানার অধিনে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার নাম-৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ।জনশ্রুতি এবং প্রাচীন লোকদের নিকট থেকে প্রাপ্ত তথ্য মতে ও নিকট অতীতে প্রকাশিত পত্র পত্রিকা হতে যা অবগত হওয়া যায় তা হলো প্রাচীন কালে ‘কুদরত মাল‍’ নামক জনৈক পাহলোয়ান অত্র এলাকায় বাস করতেন । মৌলভীবাজার জেলার দক্ষিণ ভাগ থেকে এক পাহলোয়ান এসেছিলেন কুদরত মালের সঙ্গে মল্লযোদ্ধ করতে। দু পালোয়ানের মধ্যে দীর্ঘক্ষণ মল্লযোদ্ধের পর কুদরত মাল বিজয়ী হয়ে বীরদর্পে বলে ছিলেন “বাহুবা বল দেখ বেটা” এ ঘটনাটি একটি প্রবাদ প্রবচনে প্রকাশ করা হয়েছে। “দক্ষিণ ভাগ থেকে আইলো মাল, মির মিরাইয়া চায়, কুদরত মালের ঘুষি খাইয়া গড়াগড়ি বায়”। কিংবদন্তীর সে মল্লযোদ্ধে “দেখ বাহুকা বল” থেকে “বাহুবল” নাম হয়েছে বলে অনেকে মনে করেন।বাহুবল উপজেলার উত্তরে নবীগঞ্জ উপজেলা, দক্ষিণে চুনারুঘাট উপজেলা, পশ্চিমে হবিগঞ্জ সদর উপজেলা, পূর্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও সাতগাও ও দিনারপুরের পাহাড় অবস্থিত। খোয়াই, করাঙ্গী, যোজনাল, কালিশিরি নদী, শত শত উপনদী ও শাখা নদী ধৌত আজকের বাহুবল উপজেলা হাওর ও পাহাড়ের মধ্যবর্তী এক প্রাচীন জনপদ। দিনারপুর পাহাড় পাদদেশে ঘেষে একদা এক সুখী সমৃদ্ধ জনগোষ্ঠির আবাস গড়ে উঠেছিল বলে বিভিন্ন ইতিহাস সূত্রে অবগত হওয়া যায়। ১৭৫৭ সালে পলাশীর বিপর্যয়ের পূর্বে অত্র এলাকা ছিল ধনে, ধান্যে, সম্পদে প্রাচুর্য্যে ইতিহাস ঐতিহ্য ভরপুর। য়ায় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (জ) ধারায় স্বীয় অপরাধে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে তাকে অপসারণ করা হয়।


4
$ 0.00
Avatar for Najib1234
4 years ago

Comments

Nice as always

$ 0.00
4 years ago

অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি নদীর অপরূপ সৌন্দর্য সিলেটকে আলাদা ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছে। ঐতিহাসিক কাল থেকে-দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেট, এই সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জ থানার অধিনে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার নাম-৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ।জনশ্রুতি এবং প্রাচীন লোকদের নিকট থেকে প্রাপ্ত তথ্য মতে ও নিকট অতীতে প্রকাশিত পত্র পত্রিকা হতে যা অবগত হওয়া যায় তা হলো প্রাচীন কালে ‘কুদরত মাল‍’ নামক জনৈক পাহলোয়ান অত্র এলাকায় বাস করতেন । মৌলভীবাজার জেলার দক্ষিণ ভাগ থেকে এক পাহলোয়ান এসেছিলেন কুদরত মালের সঙ্গে মল্লযোদ্ধ করতে। দু পালোয়ানের মধ্যে দীর্ঘক্ষণ মল্লযোদ্ধের পর কুদরত মাল বিজয়ী হয়ে বীরদর্পে বলে ছিলেন “বাহুবা বল দেখ বেটা” এ ঘটনাটি একটি প্রবাদ প্রবচনে প্রকাশ করা হয়েছে। “দক্ষিণ ভাগ থেকে আইলো মাল, মির মিরাইয়া চায়, কুদরত মালের ঘুষি খাইয়া গড়াগড়ি বায়”। কিংবদন্তীর সে মল্লযোদ্ধে “দেখ বাহুকা বল” থেকে “বাহুবল” নাম হয়েছে বলে অনেকে মনে করেন।বাহুবল উপজেলার উত্তরে নবীগঞ্জ উপজেলা,

$ 0.00
4 years ago

মানুষের কাছে পরিচিত করেছে। ঐতিহাসিক কাল থেকে-দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেট, এই সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জ থানার অধিনে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার নাম-৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ।জনশ্রুতি এবং প্রাচীন লোকদের নিকট থেকে প্রাপ্ত তথ্য মতে ও নিকট অতীতে প্রকাশিত পত্র পত্রিকা হতে যা অবগত হওয়া যায় তা হলো প্রাচীন কালে ‘কুদরত মাল‍’ নামক জনৈক পাহলোয়ান অত্র এলাকায় বাস করতেন । মৌলভীবাজার জেলার দক্ষিণ ভাগ থেকে এক পাহলোয়ান এসেছিলেন কুদরত মালের সঙ্গে মল্লযোদ্ধ করতে। দু পালোয়ানের মধ্যে দীর্ঘক্ষণ মল্লযোদ্ধের পর কুদরত মাল বিজয়ী হয়ে বীরদর্পে বলে ছিলেন “বাহুবা বল দেখ বেটা” এ ঘটনাটি একটি প্রবাদ প্রবচনে প্রকাশ করা হয়েছে। “দক্ষিণ ভাগ থেকে আইলো মাল, মির মিরাইয়া চায়, কুদরত মালের ঘুষি খাইয়া গড়াগড়ি বায়”। কিংবদন্তীর সে মল্লযোদ্ধে “দেখ বাহুকা বল” থেকে “বাহুবল” নাম হয়েছে বলে অনেকে মনে করেন।বাহুবল উপজেলার উত্তরে নবীগঞ্জ উপজেলা, দক্ষিণে চুনারুঘাট উপজেলা, পশ্চিমে হবিগঞ্জ সদর উপজেলা, পূর্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও সাতগাও ও দিনারপুরের পাহাড় অবস্থিত। খোয়াই, করাঙ্গী, যোজনাল, কালিশিরি নদী, শত শত উপনদী ও শাখা নদী ধৌত আজকের বাহুবল উপজেলা হাওর ও পাহাড়ের মধ্যবর্তী এক প্রাচীন জনপদ। দিনারপুর পাহাড় পাদদেশে ঘেষে একদা এক সুখী সমৃদ্ধ জনগোষ্ঠির আবাস গড়ে উঠেছিল বলে বিভিন্ন ইতিহাস সূত্রে অবগত হওয়া যায়। ১৭৫৭ সালে পলাশীর বিপর্যয়ের পূর্বে অত্র এলাকা ছিল ধনে, ধান্যে, সম্পদে প্রাচুর্য্যে ইতিহাস ঐতিহ্য ভরপুর। য়ায় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয়

$ 0.00
4 years ago