সুখে -দুঃখে চিরকাল একসাথে থাকার প্রতিজ্ঞা অনেকেই করতে পারে,কিন্তু জীবনের উত্থান পতনে কয়জন টিকে থাকে?
সব মেয়ে অঢেল টাকা পয়সা জাঁকজমক চায় না তারা একটা ভরসা বান হাত খুঁজে যে হাত ধরে মেয়েটা জীবনের চড়াই উৎরাই পেরুতে পারে,যাঁর চোখে চোখ রেখে ভালোবাসার সমুদ্রে ভেসে যেতে পারে,সব বিপদে আপদে স্ত্রী সন্তানকে পাহাড়ের মত ঢাল হয়ে আগলে রাখে,,জীবন সঙ্গী টা এমন ই চায় প্রতি টা মেয়ে।
লক্ষ টাকা হাত খরচা আর জৈবিক চাহিদা পূরন মানেই বিয়ে নয়। আপনার সামান্য জ্বরে স্ত্রী টি যদি সারা রাত আপনার পাশে বসে রাত জাগতে পারে, তবে তার মান্থলী সময়টাতে সে ও আপনার কাছ থেকে কেয়ার পাওয়ার অধিকার রাখে। আপনার সন্তান গর্ভে ধারন করলে তার সর্বোচ্চ যত্নের দায়িত্বটুকু আপনার নিশ্চিত করা উচিত ।আপনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা সে ২৪/৭ চালিয়ে গেলে তার মন টাও আপনার পড়তে পারা উচিত।
বিয়ে করে স্বামীর তকমা টা পেয়ে গেলেও #অর্ধাঙ্গ হয়ে উঠতে পারেনা অনেকে। কাড়ি কাড়ি টাকা রোজকার করে কি হবে যদি একজন ভালো স্বামী ই না হতে পারলেন!
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-
“পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম।”
[তিরমিযীঃ ১১৬২; হাদীস সহীহ, সিলসিলাহ ছহীহাহঃ ২৮৪]
আপনার স্ত্রী টা হবে আপনার কাছে হীরে, মোতি, কোহিনুরের চেয়েও মুল্যবান। তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে ওয়েস্টার্ন ড্রেসাপে প্রেজেন্ট করিয়ে নিজেকে হাই ক্লাস প্রমান করতে যাবেন না কেননা এরকম গর্হিত কাজ করে আপনি আল্লাহতায়ালার কাছে #দাইয়্যুস বলে গণ্য হবেন,আর দাইয়্যুসের স্থান কোথায় জানেন তো?জাহান্নামে,,
আপনার শরীরের পোষাক স্বরুপ হলো আপনার স্ত্রী,,আপনার শরীরের অর্ধেকটা হলো আপনার স্ত্রী। পোষাক ছাড়া আপনি মর্যাদাহীন, পূর্ণ শরীর ছাড়া আপনি বিকলাঙ্গ। বুঝে নিন আপনার স্ত্রী টা কতটা দামী!
তাই,
একটা মেয়ের হাত ধরার আগে ভাবুন আমৃত্যু তার ভরসার, ভালোবাসার, নিরাপত্তার সাথী হতে পারবেন তো???
একটা মেয়ের হাত ধরার আগে ভাবুন আমৃত্যু তার ভরসার,
ভালোবাসার, নিরাপত্তার সাথী হতে পারবেন তো??? কথা টা অনেক সত্য।আমরা মেয়েরা টাকা পয়সা চাই না যদি নাপাই মনের সুখ।যে মানুষ টা ভালোবাসা দিতে পারে না তার টাকা পয়সি দিয়ে কি হবে। নিবন্ধন টা সত্যি খুব ভালো ছিল।