লোভ এ পাপ, পাপ এ মৃত্যু

0 15
Avatar for Naima
Written by
4 years ago

"লোভ এ পাপ, পাপ এ মৃত্যু " এ কথাটা আমরা সবাই পড়ে এসেছি। কিন্তু আমি যদি বলি

"লোভ এ পূণ্য, পূণ্যে জান্নাত" আমি জানি অনেকেই বলবেন সুলতানা পাগল হয়ে গেছে!

তো আসুন বলি কিভাবে লোভ জান্নাত লাভের কারন হতে পারে।

আপনি সাপ্তাহিক মুসল্লী মানে শুধু জুম'আর নামাজ পড়েন।বাকী ছ'দিন নামাজের খবর ও রাখেন না। হঠাৎ একদিন মনে হলো আজ আমি ফজরের নামাজ পড়বো, আরামের ঘুম নষ্ট করে ফজরের ওয়াক্তে উঠলেন,ফজর পড়লেন।বুঝছেন তো আপনার মধ্যে লোভের সঞ্চার হচ্ছে! এরপর আপনার কেন জানি ইচ্ছে হলো আপনি আজ জোহরের নামাজ নামাজ পড়বেন,ওযু করলেন আর নামাজে দাঁড়িয়ে গেলেন।এরপর আসরের আযান শুনে ওযু করতে ছুটে গেলেন।মাগরীবের নামাজের সময় টুপি টা নিয়ে মসজিদের দিকে গেলেন। এশার নামাজ জামাতে পড়ে বুক ভরা প্রশান্তি নিয়ে ঘরে এলেন। কি এরপরেও বলবেন আপনি লোভ করছেন না?

আপনি শুনেছেন প্রতি ওয়াক্ত নামাজ আদায় করা মানে আল্লাহর সাথে প্রতি ওয়াক্তে আপনার সাক্ষাত হওয়া, রবের সাক্ষাত পাওয়ার লোভে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলেন! বলুন আপনি লোভী না?

আপনি জেনেছেন আপনি যত বেশী সেজদা দিবেন আপনার মর্যাদা তত বেশী হবে আপনার রবের কাছে।সে লোভে পড়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে চাশত,ইশরাক,সালাতুল তাসবীহ,সালাতুল হাজত এর মত নফল সালাত গুলি ও আদায় করতে শুরু করলেন।

আপনি চাওয়া না পাওয়ার বানে জর্জরিত, আপনি জানলেন যে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে রবের দরবারে দু হাত তুললে সে হাত রহমতে পূর্ণ হবেই,,ঘুম কাতুরে আপনি সে রহমত পাওয়ার লোভে মাঝরাতে বিছানা ছেড়ে যায়নামাজ বিছিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন,, চোখের পানিতে যায়নামাজ ভিজিয়ে ফেললেন। আপনি কত বড় লোভী বুঝতে পারছেন?

আপনার মাথায় লোভ এমনভাবে জেঁকে বসেছে যে আপনি শুধু সুযোগ খুজেন কোন সময়টাতে দোয়া করলে আপনার আল্লাহ কবুল করে নিবেন। সুযোগ বুঝে বুঝে আপনি আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, প্রত্যেক ফরয সালাতের পর, বৃষ্টির সময়, শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়, নামাজের সেজদায় চুপি চুপি দোয়া করতে থাকলেন,মনে মনে সব সময় ইস্তেগফার করতে থাকলেন, বার বার ওযু করে নিজেকে পবিত্র রাখতে লাগলেন, জিকির করে করে আপনার জিহ্বা টাকে ভিজিয়ে রাখলেন সব সময়.......

বলুন আপনি লোভী না? আপনি আপনার রবের রহমত পাওয়ার লোভ করছেন না?

ওয়াল্লাহি, আপনার এ লোভে কোনো পাপ নেই। আপনার এ লোভ আপনাকে ধ্বংসের দিকে নয় বরং একটু একটু করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হারাম কাজে লোভ করবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন।

কিন্তু যে লোভ আপনাকে হিদায়েতের পথে টানবে, আপনাকে রবের মহব্বতে মাতোয়ারা বানাবে সে পাপ একবার না হাজার বার করবেন, আমৃত্যু লোভ করেই যাবেন যে লোভ আপনাকে জান্নাতী বান্দা বানিয়ে দিবে।

আমি আপনি যেন এমন লোভী হতে পারি,আল্লাহপাক আমাদের তৌফিক দান করুন,আমীন।

1
$ 0.00
Avatar for Naima
Written by
4 years ago

Comments