আপনারা যারা দেশের গন্যমান্য ব্যক্তি, যারা আপনাদের ভবিষ্যতের জন্য ভেবে ভেবে আপনার মূল্যবান জীবনটাকে শেষ করছেন। যারা দিন শেষে ভাবেন আমার একটা জমি থাকলে বা আমার ব্যাংকে টাকা থাকলে আমার ছেলে মেয়েরা সুখে থাকবে।
সেই বুদ্ধিমান মানুষদের কি একটু ভাবার সময় হবে যে, যদি আমাদের দেশটা না থাকে, তাহলে আপনার জমিটা কোথায় থাকবে, আপনার টাকা গুলো কোন ব্যাংক এ থাকবে।
আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রথমে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলুন। কেননা আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রশ্বাস ই না নিতে পারে, সে বেঁচে থাকবে কি করে??
ভাবুন!! ভেবে দেখুন!!! রক্ত আপনার তাকে সুস্থ রাখার দ্বায়িত্বটা আপনার।
দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আপনারা যারা আজ পিয়াজ, চাল এর দর বৃদ্ধি নিয়ে এতো প্রশ্ন তুলছেন, তারা একটু ভেবে দেখুন তো আপনারা যেই হারে মাটি, বায়ু, পানি দূষণ করছেন, আপনার আগামী প্রজন্ম কি পিয়াজ এর মুখ দেখতে পাবে?? নাকি আমরা যেভাবে বই এর পাতায় পড়ে থাকি " এক সময় এদেশে গোলা ভরা ধান ছিল, " তারাও সেভাবে পড়বে " এক সময় এদেশে পিয়াজ নামে একটা উদ্ভিদ ছিল ।
*আপনারা কি জানেন, আমাদের দেশে বনের আয়তন যেখানে ২২% হওয়া দরকার সেখানে মাত্র ১৬% আছে।
*আপনারা কি জানেন, আপনারা যেই পলিথিন রাস্তায় ফেলছেন, তা মাটির নিচে পচতে ৪০০ বছর সময় লাগে।
*আপনারা কি জানেন, আমরা যেই বোতলে পানি খেয়ে তা পার্কে ফেলে আসছি,সেটা যদি মাটিতে চলে যায়, তাহলে সেখানে কোন গাছ হবে না।
যে সকল বাবা- মা সারাদিন তাদের সন্তানদেরকে বিভিন্ন স্কুল, কোচিং এ নিয়ে যাচ্ছেন, সারাদিন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য তাদেরকে টেবিলে বসিয়ে রাখছেন, তারা কি তাদের সন্তানদের জন্য সুস্থ পরিবেশ দিচ্ছেন?? বলুন একটু শুনি!! জি.পি.এ -৫ কি আপনার সন্তানদের কে হৃদরোগ থেকে বাঁচাতে পারবে???
ধন্যবাদ সবাইকে আমার কথা গুলো শুনার জন্য। আমি আশা করবো আমরা একে অপরের পাশে থাকবো।
সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ।