বই পড়া,নিঃসন্দেহে একটি ভালো অভ্যাস।আমরা বই পড়ি আমাদের জ্ঞান অর্জনের জন্যে,আমাদের নিজেদেরকে আলোকিত করতে এবং নিজেদের জ্ঞানের তৃষ্ণা মেটাতে।
নতুন কিছু জানতে,অনুভব করতে আর দেখতে সবচে সহজ লভ্য উপায় টি হচ্ছে এই বই পড়া।
সুদূর গ্যালাক্সি থেকে শুরু করে মায়া সভ্যতা,আমাজনের রেইন ফরেস্ট থেকে শুরু করে অস্ট্রেলিয়া,প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে সাহারা মরুভূমি কি নেই বইয়ের পাতায়?
বইয়ের বুকে ডুব দেওয়া মানে এই অসীম জ্ঞানের সমুদ্রে ডুব দেওয়া।আমাদের বন্ধুদের মধ্যে এমন অনেক বই পোকা পাওয়া যাবে।
তবে বই পড়তে গিয়ে দেখা যায় সব বই হাতের নাগালে পাওয়া যাচ্ছে আবার কিছু বই অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে।
এই সমস্যার একটা বড় সমাধান হতে পারে পিডিএফ (PDF) ফরম্যাট।অর্থাৎ মোবাইলে কিংবা কম্পিউটারে বই পড়া।আমরা কিন্তু আমাদের একটা দিনের বেশীরভাগ সময় মোবাইলে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে করে কাটিয়ে দেই।
অথচ এই সময়টা যদি বই পড়ে কাটানো যায় তাহলে কেমন হবে?নিঃসন্দেহে সবচে দারুন ভাবে সময় কাটানো আর সেই সাথে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা।
তো এই পিডিএফ (PDF) ফরম্যাটে বই পড়তে গিয়ে দেখা যায় যে আমরা আমাদের কাঙ্খিত বইটি খুজে পাচ্ছি না।কিংবা কোন সাইটে গেলে বইটি খুজে পাবো,ডাউনলোড করতে পারবো তা বুঝিনা।এক্ষেত্রে একটা লম্বা সময় বই খুঁজেই পার করে দেই।
আমি আমার এই আর্টিকেলে এমন একটি সাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত বইটি খুজে পেতে পারেন আর ডাউনলোড করে পড়া শুরু করতে পারেন।
আশা করি আমার মতো বই পোকা (Bookworm) যারা আছেন তাদের উপকারে আসবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই বিস্তারিত আলোচনায় এবং কিভাবে আপনি বই ডাউনলোড করবেন।
pdfdrive.com হচ্ছে আমাদের সেই কাঙ্খিত সাইট।
কোনো বিরক্তিকর বিজ্ঞাপন ছাড়া,কোনো ডাউনলোড লিমিট ছাড়া আর একেবারেই বিনা মূল্যে আপনার e-book টি ডাউনলোড করতে পারবেন।
এই সাইটে বিখ্যাত সব লেখক দের বই পাবেন,সাথে পাবেন বিভিন্ন জার্নাল আর পৃথিবী বদলে দেওয়া রিসার্চ পেপার গুলো।এবার চলুন দেখে নেই এই সাইট থেকে আপনি কি কি ক্যাটাগরি( Category) বই পাবেন:
শিক্ষা মূলক অর্থাৎ আপনার একাডেমিক পড়াশোনার সমস্ত বই।
পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তির জীবনী,তাদের জীবনের গল্প সম্বলিত সমস্ত বই।
শিশুদের সম্পর্কে জানতে চান?কিংবা নিজের তারুণ্য কে আরো গভীর ভাবে উপলব্ধি করতে চান?তাহলে চলে যান শিশু এবং তারুণ্যের (Children and Youth) অংশে।
আপনার উপন্যাস পড়তে খুব ভালো লাগে?কিংবা পৃথিবীর সব বিখ্যাত সাহিত্যিক দের লিখা পড়তে চান?তাহলে আপনি চলে যান Fiction and literature অংশে।
নিজের জীবনকে আরো বেশী রাঙিয়ে তুলতে চান?জীবন কে আরো উন্নত করতে চান?চান আরো স্বাস্থ্যকর জীবন যাপন?সে সম্পর্কে পড়াশোনা করতে চান?তাহলে আপনি চলে যেতে পারেন লাইফস্টাইল ( Lifestyle) অংশে।
পৃথিবীর রাজনীতি বিষয়ক জ্ঞান চান?জানতে চান পৃথিবীর রাজনৈতিক নানান মোড়?বিখ্যাত সব রাজনৈতিক বিশ্লেষক দের বিশ্লেষণ আর আইন বিষয়ক লিখা পাবেন আপনি রাজনীতি ও আইন ( Politics and law) অংশে।
বিজ্ঞানের নানান রকম আবিষ্কার এবং বিখ্যাত সব গবেষকদের গবেষণা পত্র গুলো পড়তে চান?তাহলে আপনি চলে আসুন বিজ্ঞান ও গবেষনা ( Science and research) অংশে।
এছাড়াও আপনি পাবেন পরিবেশ( Environment) , স্বাস্থ্য বিষয়ক বই,নিজের মানসিক উন্নয়ণ বিষয়ক বই,ধর্ম(Religion) বিষয়ক বই আর সবচে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির বই।
শিল্প সম্পর্কে জানতে চান?বাড়াতে চান নিজের শৈল্পিক ভাবনা আর কৌশল তাহলে আপনার জন্যে শিল্প(Arts) অংশে।
এছাড়া পৃথিবী জুড়ে নাম ডাক খ্যাতি সম্পন্ন সব ব্যবসা প্রতিষ্ঠান আর কিভাবে তারা এতো সফল হলো সেই গল্প গুলো পড়তে চাইলে চলে আসুন বিজনেস এন্ড ক্যারিয়ার ( Business and career) অংশে।
আপনি যে যে বিষয় নিয়ে পড়তে চান সবই পাবেন এখানে।যেনো আস্ত একটা ভার্চুয়াল লাইব্রেরী।
আপনি সাইটে প্রবেশের পর পাশের সার্চ বাটনে ( Search button) আপনার কাঙ্খিত বইয়ের নাম লিখে সার্চ দিয়ে আপনি আপনার বইটি খুজে পাবেন।
ডাউনলোড বাটনে প্রেস করলেই আপনার বইটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
এবার ডাউন লোড করে ফেলুন আর শুরু করে দিন পড়াশোনা।আমার খুবই প্রিয় সাইট গুলোর মধ্যে একটি এই সাইট টি।আমার অনেক উপকারে এসেছে।
আমার একাডেমিক পড়াশোনার বই থেকে শুরু করে সবধরনের মনের মতো বই আমি এখানে খুঁজে পেয়েছি।বেশ কিছু ইংরেজি সাহিত্যের উপন্যাস আমি পড়েছি।
আপনিও চাইলেই আপনার অবসর সময় বিখ্যাত সব লেখক দের সাথে কাটাতে পারেন।তাহলে আর দেরী কেনো?আজ থেকেই পড়াশোনা হোক শুরু!