8
13
নিজে চিন্তা করে ঘণ্টার পর ঘন্টা কাজ করে চিন্তা বাস্তব রূপ দেওয়া এতো এতো সময় দেওয়ার পরেও যখন দেখা যায় ফলাফল শূন্য।শূন্য বলতে একদম শূন্য।গত দুই দিনে এক পয়েন্ট ও না পাওয়া ছিলো খুবই বিরক্তিকর।একদম খালি হাতেই ফিরে যাওয়া!এতো এতো পরিশ্রমের চিন্তার কোনো মূল্যই থাকলো না।তুলনামূলক নতুন দের সাথে অন্তত এমন না হলেও পারে। এতে অনভিজ্ঞ নতুনেরা আগ্রহ হারায়।আর আগ্রহ হারানোটা খুব স্বাভাবিক নিজের সব কিছু দেওয়ার পরেও যখন ফলাফল একদম শূন্য।ধৈর্য্যের ও একটা সীমা থাকে।তবুও আশা,এই সমস্যার সমাধান হবে।
কাজ করে যদি কাজের মুল্য না পাওয়া যায় তাহলে একটু হতাশ লাগে তারপর আমি বলবো কাজ করে যাও , অবশ্যই ফল পাবে .আমার এ রকম ছিল তারপর কাজ করে যাচ্ছি