Wedding night( বাসর রাত)

5 12
Avatar for Muntasir
3 years ago

বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে

জিজ্ঞেস করল, " কেমন আছেন ভাইয়া? "

ভাইয়াশব্দটাশুনেঅবাকনাহয়েপারলাম

না, ইচ্ছেকরছিলদেয়ালেমাথাঠুকে

সুইসাইডখাই।

বিয়েটাকরেছিপারিবারিকভাবে।

বর্তমানযুগেবিয়েকরতেগেলেসবাই

অল্পবয়সীমেয়েখুঁজে, আমারবেলায়ও

অন্যটাহয়নি।পারিবারিকমতামতেবিয়ে

করলামক্লাসনাইনেপড়ুয়াএকসুন্দরী

মেয়েকে।বাসররাতেবউআমাকেভাই

বলাতেএকদমথহয়েগেলাম৷প্রশ্নকরলাম, "

আমাকেভাইবলছোকেন? "

সেস্বাভাবিকভাবেউত্তরদিল, " আপনার

আম্মুআমাকেবলেছে, আজথেকেউনাকে

'মা' বলেডাকতে।"

" হ্যাঁ, এটাইতোস্বাভাবিক।মা'ইতো

ডাকবে! "

বউকিছুক্ষণচুপথেকেবলল, " তোআপনার

মাযদিআমারওমাহয়, তাহলেতোআমরা

ভাই-বোনতাইনা? "

বউয়েরযুক্তিদেখেদু-চোখথেকেআবেগে

আধাফোটাজলগড়িয়েপড়ল৷অধিকশোকে

পাথরহয়েখাটেরএককোণেবসেরইলাম।

" এইযেভাইয়া, শোনেন! "

'ভাইয়া' ডাকটাশুনেদুঃখেআমারকলিজা

ফেটেকিডনিতেগিয়েলাগল।জন্মথেকে

এইপর্যন্তযতটামেয়েরপ্রতিক্রাশ

খেয়েছি, সবগুলোমেয়েইআমাকে'ভাইয়'

ডেকেআমারপ্রপোজকরাতেপানিঢেলে

দিয়েছিল।শেষপর্যন্তআমারবউওভাইয়া

ডাকাটাবাদদিলোনা৷এজীবনরেখেকী

লাভ! ইচ্ছেহচ্ছেমেয়েটাকেবিষখাইয়ে

আমিসুইসাইডকরি৷নিজেকেসামলেসাড়া

দিয়েবললাম, " হ্যাঁ, বলোবইনা৷"

" একটাবিড়ালএনেদিবেন? "

বউয়েরমুখেএমনকথাশুনেঅবাকহয়েওর

দিকেমুখঘুরিয়েবসেবললাম, " বিড়াল

দিয়েকীকরবেশুনি? "

" ভাবীবলেছিলবাসররাতেবিড়াল

মারতেযেনভুলনাকরি।"

একটামানুষকীকরেএতোটাগাধীরামহতে

পারেচিন্তাকরতেলাগলাম।চিন্তায়

ব্যাঘাতঘটিয়েআমারহাতেএকটাধাক্কা

দিয়েমাইশাবলল, " এনেদিননাএকটা

বিড়াল৷"

ছলছলনয়নেওরদিকেতাকালাম৷মেয়েটার

চেহারাবেশমনোমুগ্ধকর, মায়া-মায়াভাব

আছে৷কিন্তুমাথায়যেঘিলুবলতেকিছু

নেইসেটাআমারআরবুঝারবাকিরইলনা।

বললাম, " আচ্ছাঠিকআছে, কালকেবাজার

থেকেএকটাবিড়ালেরবাচ্চাএনেদিব

তোমাকে।"

" কিন্তুভাবিতোবলল, প্রথমরাতেবিড়াল

মারতে৷"

রেগেগিয়েবললাম, " তোভাবিরবাড়ী

থেকেএকটাবিড়ালনিয়েআসলেইপারতা,

আমারমতোসাদাসিধেছেলেটারসাথে

কেনএমনকরছো? "

বউচুপচাপশুয়েপড়লবিছানায়৷বউয়ের

কার্যকলাপদেখেমনেহচ্ছেআজওআমাকে

ব্যাচেলারদেরমতোরাতকাটাতেহবে।সব

ইচ্ছেমনেরমধ্যেধামাচাপাদিয়ে

মাঝখানেএকটাকোলবালিশদিয়েআমিও

শুয়েপড়লাম৷

মাঝরাতেবউআমাদেরমাঝের

কোলবালিশটাসরিয়েআমাকেজড়িয়ে

ধরেবলল, " ভাইয়া, আমারনাখুবভয়

লাগছে।"

আমিকথানাবাড়িয়েওরকানেরকাছে

মুখনিয়েবললাম, " মাঝরাতেএখানেভূত

আসে, আলাদাকাউকেদেখলেইঝাপটে

ধরে৷ভালোকরেজড়িয়েধরোআমাকে।"

আহ, কীরোমান্টিকঅনুভূতি! মনেহচ্ছেএই

বুঝিব্যাচেলরলাইফটাকেটেগেলআমার।

বউয়েরমুখেভাইয়াডাকশুনতেশুনতেকান

আমারঝালাপালা।ছুটিথাকাসত্ত্বেও

বেরিয়েগেলামঅফিসেরউদ্দেশ্যে।

কিছুক্ষণপরপরমাইশাআমাকেকলদিচ্ছে।

রিসিভকরতেইবলছে, " বাসায়কখনআসবেন

ভাইয়া? বাসারফেরারপথেবিড়ালআনতে

ভুলবেননাকিন্তু! আজকেযেকরেইহোক

বিড়ালমারতেহবে।"

কথায়কথায়ভাইয়াবলাটাবোধহয়মাইশার

একটাবদঅভ্যাস৷কিছুবলারসাহসহচ্ছিলো

নাকোনোবারই।শুধুমাত্র"হ্যাঁ" বলেইকল

কেটেদিচ্ছিপ্রতিবার।

বিকেলেযখনক্যান্টিনেখাওয়াদাওয়া

করেবিশ্রামনিচ্ছিলামতখনআম্মুরকল।

রিসিভকরতেইবললেন, " বাবা, মাইশা

আমাকেশুধুশুধুপ্রশ্নকরছে, ভাইয়াআসবে

কখন? আসারপথেমাইশারভাইয়াকেকল

দিয়েনিয়েআসিসতো।"

আবেগেদুচোখবেয়েআঁড়াইফোটাজল

গড়িয়েপড়ল।" ঠিকআছে৷" বলেকলকেটে

দিলাম।

একটাখাঁচাতেবিড়ালেরবাচ্চানিয়ে

বাসারকলিংবেলেহাতচাপলাম৷দেখলাম

মাইশাদরজায়দাঁড়িয়েআছে।আমাকে

দেখেইমাইশাজোরেবলতেলাগল, " আম্মু,

দেখোভাইয়াএসেছে৷"

হাতথেকেবিড়ালেরখাঁচাটারেখেওরমুখ

চেপেধরলাম।সেঅবাকহয়েআমারদিকে

তাকিয়েচোখগুলোএদিক-সেদিকঘুরাছে৷

কিছুবলারচেষ্টাওকরছে।মুখচেপেধরে

টেনেহিঁচড়েআমাররুমেনিয়েগেলাম৷

বললাম, " তুমিআম্মুরসামনেআমাকে

ভাইয়াডাকবেনা।"

" কেন! কীহয়েছে? আজসারাদিনতো

'ভাইয়া' বলেআপনারকথাইবললাম৷"

আবারওবললাম, " ঠিকআছে, কারোর

সামনেআমাকেভাইয়াডাকবেনা

বুঝেছো? "

" আচ্ছাঠিকআছে।"

শান্তভাবেআমারপাশেমাইশাবসে

বিড়ালটানিয়েখেলাকরছে।কিছুক্ষণপর

মাইশাবলল, " বিড়ালটাখুবকিউট, এটাকে

আমিআরমারবোনা।আদরকরবো।"

আমিআরকিছুবললামনা।

প্রথমবারযখনশশুরবাড়িতেগেলাম।লক্ষ্য

করলামভাবিরসাথেবসেমাইশাকীযেন

গুঁজুর-গুঁজুরকরছে।আঁড়িপেতেশোনার

চেষ্টাকরলাম।ভাবিবলছে, " কিরে!

বিড়ালমারলি? "

মাইশাউত্তরদিলো, " উনিবিড়ালকিনে

এনেদিয়েছিলেন, কিন্তুবিড়ালের

বাচ্চাটাদেখেখুবমায়াহলোতাইএটাকে

বাসাতেইরেখেদিয়েছি।"

দুঃখেআমারমরেযেতেইচ্ছেহলো।লক্ষ্য

করলামভাবিমিটিমিটিহাসছে।

অল্পকিছুদিনেরমধ্যেআমাদেরসম্পর্কখুব

ঘনিষ্ঠতায়পৌঁছালো৷কিন্তুমাইশারমুখের

ভাইয়াডাকটাসরাতেপারলামনাআর৷

যাইহোক, ব্যাচেলরলাইফথেকেতোমুক্তি

পেলাম।তবেমেয়েটাআমাকেছাড়াকিছু

বুঝেনাকিন্তু, সবসময়পিঁছুপড়েইথাকে।

বিয়েরপাঁচমাসযেতেইলক্ষ্যকরলাম

মাইশাঘনঘনবমিকরছে৷আম্মুওকেমন

জানিদুষ্টূমিরনজরেআমারদিকেতাকায়৷

বেশহাসিখুশিপরিবারেরসবাই, কিন্তু

কেমনজানিসবাইএড়িয়েচলছেআমাকে৷

রাতহতেমাইশাকেজড়িয়েধরেজিজ্ঞেস

করলাম, " আচ্ছা, সবাইআমাকেএভাবে

এড়িয়েচলছেকেন? "

বিশ্বাসকরেনরাসেলভাই, এরপরযা

শুনলামআমিতারজন্যমোটেওপ্রস্তুত

ছিলামনা।মাইশামিটিমিটিহাসলো,

আমারবুকেমুখলোকালো।আস্তেকরেবলল,

" আপনিমামাহতেচলেছেন।"

রম্য: ভাইয়া

3
$ 0.00
Avatar for Muntasir
3 years ago

Comments

Nice story brother ..support us you will get back .thanks for gifting us a story like this one ..keep writing

$ 0.00
3 years ago

Nice story bro

$ 0.00
User's avatar Njr
3 years ago

Thanks bro.

$ 0.00
3 years ago

This is nice bro

$ 0.00
3 years ago

Thanks i write more

$ 0.00
3 years ago