The History Of the Sena Kings

2 60
Avatar for Munia
Written by
3 years ago

Today I want to highlight some information about the history of Sena kings in Indian Subcontinent. I am trying again to write in Bengali ant English.

Hemanta Sena :

The rule of the powerful Sena dynasty was established in the middle of the eleventh century over a large part of Bengal. Samanta Sena was the founder of the Sena dynasty in Bengal. He first settled on the banks of the Ganges in Rarh region. Hemanta Sena, son of Samanta Sena, was given the title of the first king of the Sen dynasty as he did not establish the kingdom.

Vijaya Sena (1098-1180 AD) :

Vijaya Sena was the greatest king of the Sena dynasty. He was probably the one who established himself as an independent king from the feudal lord. Vijaypur, located in Tribeni at Hooghly district, was his first capital. He established his second capital at Vikrampur in the present Munshiganj district.

Ballala Sena (1170-117 AD) :

Ballala Sena is known as the promoter of social reform in Bengal, especially he is known as the founder of the nobility customs. He was a scholar and writer. Dansagar and Advutsagar are his notable works. However, the unfinished part of this book was completed by his son Lakshmana Sena.

Lakshmana Sena (116-1206 AD) :

The last king of the Sen dynasty was Lakshmana Sena. The kings of the Sen dynasty were Hindus. The rule of Hindu kings in Bengal came to an end with the end of the Sen era.

হেমন্ত সেন :

বাংলার ব্যাপক অংশ জুড়ে একাদশ শতাব্দীর মাঝপর্বে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী সেন বংশের শাসন। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গংগা নদীর তীরে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে।

বিজয় সেন (১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ) :

বিজয় সেন ছিলেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনিই সম্ভবত সামন্তরাজা থেকে নিজেকে স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। হুগলী জেলার ত্রিবেনীতে অবস্থিত বিজয়পুর ছিল তার প্রথম রাজধানী। তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।

বল্লাল সেন (১১৬০-১১৭৮ খ্রিস্টাব্দ) :

বল্লাল সেন বাংলায় সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন পন্ডিত ও লেখক। দানসাগর ও অদ্ভুতসাগর তার উল্লেখযোগ্য রচনা। অবশ্য অদ্ভুতসাগঅর গ্রন্থটির অসমাপ্ত অংশ তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন।

লক্ষণ সেন (১১৭৮-১২০৬ খ্রিস্টাব্দ) :

সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন। সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মালম্বী। সেনযুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে।

6
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Sponsors of Munia
empty
empty
empty
Avatar for Munia
Written by
3 years ago

Comments

Great one

$ 0.00
3 years ago