0
23
সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রদেশের মধ্যে একটি দুবাই। আজকে দুনিয়াব্যাপী ধনীদের ভ্রমণের প্রিয় গন্তব্য এই শহর। দুবাইয়ের আজকের এই ঈর্ষনীয় অর্থনৈতিক সাফল্যের পেছনের মূল কারিগর শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
ক্রাইম এবং ডিসিপ্লিন ঠিক রাখতে দুবাইয়ের একটি পলিসি আছে। সেটি হলো জরিমানা। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি নোংরা গাড়ি চালায় তাহলে অটোমেটিকভাবে তার ব্যাংক একাউন্ট থেকে ২০০ দিরহাম জরিমানা কেটে নেওয়া হয়। কারোও যদি চেক বাউন্স হয় তাহলে তার গন্তব্য সোজাসুজি জেল।
দুবাইয়ে অর্থনৈতিক কার্যক্রম ট্যাক্স ফ্রি হওয়াতে বাণিজ্য বা সেরা মেধাবী মানুষগুলোও জীবন গড়ার জন্য দুবাইয়ে পাড়ি জমায়। এরই সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন মিশ্র অর্থনীতি দেশটির শিল্পায়নের পর থেকে দারুণ উন্নতি করেছে।
এছাড়া এখানকার বেশিরভাগ উপার্জন আসে খনিজ তেল থেকে। তবে এই দেশের টেলিকম খাতও এখানকার মোট আয়ে বিশেষ প্রভাব রাখে। বিশ্বজুড়ে আরব আমিরাত তাদের তেলের ব্যবসাকে যেমন ছড়িয়ে দিচ্ছে, তেমনই প্রযুক্তি ও সেবাখাতকে করছে আরও উন্নত।