E commerce business

1 16

Commerce সাইট খুলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি নির্দিষ্ট কোনো নীতিমালা আছে? থাকলে

সেগুলো কি কি এবং কিভাবে, কোথায় সেগুলো জানা যাবে?

উত্তর: না এখন পর্যন্ত এমন কিছূ নেই।দেশের প্রচলিত ব্যবসায়ের অন্যান্য নীতিমালাগুলো মেনে চললে চলবে।

(০২) E-Commerce সাইট চালু করার পূর্বে অর্থাৎ, Website চালু করার পূর্বে সরকারী কিংবা বেসরকারী কোন প্রতিষ্ঠানে সরাসরি কিংবা Online এ কোন প্রকার Entry অথবা Registration করতে হবে?

উত্তর: ব্যবসা করার জন্য ট্রেড লা্ইসেন্স নিতে হবে। পরবর্তীতে টিন ও ভ্যাট রেজি. দরকার হবে। কোম্পানী হিসেবে ব্যবসা শুরু করলে কোম্পানী রেজি: নিতে হবে। কোন ব্রান্ড দাড় করাতে ট্রেডমার্ রেজি. করতে হবে।

(০৩) সাধারণত যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে Trade License, VAT ও TIN প্রয়োজন হয়, E-Commerce Business এর ক্ষেত্রেও কি Trade License, VAT ও TIN লাগবে? যদি লাগে তবে কি সেটা Domain Name এবং Hosting নেওয়ার পূর্বেই করতে ? নাকি Domain Name এবং Hosting

নিয়ে Website তৈরি করার পরেও করা যাবে?

উত্তর: লাগবে এটাই বড় কথা। আগে পরে কোন সমস্যা নেই। তবে ডোমেইনটা আগে নেয়াই ভালো, কারণ ট্রেড লাইসেন্স করার যে সে নামে ডোমেইন পাচ্ছেন না তখন একটু সমস্যাতো হবেই। প্রথমত সব ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। আজকাল টিআইএনও লাগে। এক পর্যায়ে ভ্যাট রেজিস্ট্রেশনও দরকার হয়ে পড়বে।

আর যদি কোম্পানী খুলতে হয় তাহলে জেয়েন্ট স্ক এ রেজিস্ট্রেশন করতে হবে। তবে বেসরকারী বিভিন্ন সমিতির সদস্য হবেন কিনা. সেটা আপনার নিজের ব্যাপার তবে হলে কাজে লাগবে। তবে আপনি অবশ্যই ই ক্যাবের সদস্য হবেন। কি পরিমাণ উপকার পাবেন সেটা যারা সদস্য আছে তাদের কাছে জেনে নিতে পারেন।

(০৪) E-Commerce Business এর ক্ষেত্রেও যদি Trade License, VAT ও TIN লাগে তবে Trade

License, উত্তর: VAT ও TIN কোথায়, কখন, কিভাবে করবো? এ বিষয়গুলো বিস্তারিত জানা প্রয়োজন।

উত্তর: ট্রেডলাইসেন্স শহরে হলে সিটিকর্পোরেশন, পৌরসভার হলে ষ গ্রামে হলে ইউনিয়ন পরিষদ। VAT ও TIN এর ক্ষেত্রে স্থানীয় আয়কর অফিস থেকে নিতে হবে।

(০৫) E-Commerce Business এর ক্ষেত্রে নির্দিষ্ট অফিস এর ঠিকানা কি প্রয়োজন? প্রাথমিক অবস্থায় আমি যদি আমার বাড়ির একটি ফ্ল্যাটে এ কার্যক্রম শুরু করি তাহলে কি করা যাবে?

উত্তর: আপনার জন্য হয়তো অফিস জরুরী নয় কিন্তু ঠিকানা জরুরী। হ্যাঁ আপনি আপনার বাসার ঠিকানা ব্যবহার করতে পারেন।

(০৬) Trade License, VAT ও TIN এর ক্ষেত্রে নির্দিষ্ট অফিস এর ঠিকানা কি প্রয়োজন? প্রাথমিক অবস্থায় আমি যদি আমার বাড়ির একটি ফ্ল্যাটে এ কার্যক্রম শুরু করি তাহলে,এই ঠিকানাটাকে কিভাবে ব্যবহার করবো কিংবা কিভাবে ব্যবহার করলে ভালো হবে?

উত্তর: আপনার জন্য হয়তো অফিস জরুরী নয় কিন্তু ঠিকানা জরুরী। হ্যাঁ আপনি আপনার বাসার ঠিকানা ব্যবহার করতে পারেন। আপনি আপনার ব্যবসায়ের ঠিকানা হিসেবে বাসার ঠিকানাটা করবেন। এটা যে আপনার বাসা সেটা বলে দেয়ার কোন দরকার নেই।

(০৭) E-Commerce Business এর জন্য “নোটরী পাবলিক” করতে হবে কি? যদি করতে হয় সেটা কি ধরনের হতে হবে?

উত্তর: সাধারণত ব্যবসা শুরু করার জন্য এর প্রয়োজন নেই। তবে পরে কোন কারণে দরকার হতে পারে। তখন করে নিতে পারবেন।

(০৮) এ ছাড়াও এমন কি কিছু করার আছে যেটা না করার কারনে, বাংলাদেশ সরকার কোন কারনে আমার E-Commerce Business কিংবা আমার Website কে অবৈধ ঘোষণা করতে পারে কিংবা আমার E-

Commerce Business বন্ধ করে দিতে পারে?

9
$ 0.00

Comments

Sub me

$ 0.00
3 years ago