#২ ইসলামি শিক্ষণীয় গল্প ( সবাইকে পড়ার অনুরোধ রইলো)

1 18
Avatar for Mr.Rasel
4 years ago

*শিক্ষণীয় ঘটনা*

১নাস্তিক ১দরবেশের কাছে এসে ৪টি প্রশ্ন

করলো:

১।আল্লাহ যদি সব জায়গায় থেকেই

থাকেন,আমরা তাকে দেখতে পাই না কেন?

২।না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে

কেন?

৩।ইবলিশ এবং জ্বীন আগুনের

তৈরী,দোজখে ওরা কিভাবে পুড়বে?আগুন

কি আগুনকে পোড়াতে পারে?

৪।আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয় তবে

মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে

কেন?

দরবেশ,তার প্রশ্ন শুনে তাকে ১টি মাটির

ঢিল ছুড়ে মারলো।নাস্তিক দরবেশের

বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করলো।

কাজী দরবেশকে ডেকে কারন জানতে

চাইলে দরবেশ বললো,আমিতো প্রশ্নের

জবাব দিয়েছি,ওকে আহত করা আমার

উদ্দেশ্য ছিল না।

দরবেশের উত্তর:

১।লোকটি যে ব্যথা পেয়েছে তার অস্তিত্ব

কোথায়?ব্যথা যদি থেকেই থাকে তবে তা

দেখা যায় না কেন?তেমনি আল্লাহ সর্বত্র

বিরাজমান থাকা সত্বেও তাকে দেখা যায়

না।

২।চোখে না দেখে যদি ব্যথাকে বিশ্বাস

করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করতে

অসুবিধা কী?

৩।প্রশ্নের উত্তর হলো মাটির তৈরী

মানুষকে যদি মাটির ঢেলা আহত করতে

পারে তাহলে আগুনের তৈরী জ্বীন ও

শয়তাকেও আগুনে পোড়ানো যাবে।

৪।আল্লাহর ইচ্ছায় সবকিছু হয় ,আমি ওকে

আঘাত করেছি এতে বিচারের কি আছে?

এটার যদি বিচার হতে পারে তবে মানুষের

কৃতকর্মেরও হবে।।

কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন প্লিজ

10
$ 0.00

Comments

ভালো লাগলো ভাই এইরকম আরো দিয়েন

support mr also 😊

$ 0.00
4 years ago