দুনিয়া তে আমরা একাই এসেছি, যাব ও একাই।
দুনিয়ায় জীবন অতিবাহিত করার সময় আমাদের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। কেউ হয়ে ওঠে আমাদের একান্ত প্রিয়, কেউ হয়ে ওঠে আমাদের বেঁচে থাকার অবলম্বন।
সব থেকে ভয়ংকর বিষয়, আমাদের সুখ যখন অন্যের ওপর নির্ভর করে! মানে একটা মানুষের উপস্থিতি, একটা মানুষের কথা বলা আমাদের সুখ দেয়। সে না থাকলে আমাদের ভাল লাগেনা, একাই ভাল থাকতে পারিনা।
এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত৷ কিংবা সে যে আমাদের সুখের কারণ, এটা তাকে বুঝতে দেয়া উচিত না পুরোপুরি। তার সামনে কখনও ১০০% উজার করে দিয়ে সবকিছু জানিয়ে দেবেন না।
মনে রাখবেন, যার সামনে যত দূর্বল হবেন, সে আপনাকে তত সস্তা ভাববে এবং ভবিষ্যতে চলে যেতেও দুইবার ভাববেন না।
তবে ভালবাসার মানুষ রাখা খারাপ না। কিন্তু ভালবাসার মানুষকে ১০০% উজাড় করে দেবেন না কখনই।
কিছু নিজের জন্যও রাখবেন।
কারণ একাই এসেছি দুনিয়ায়, একাই ই যেতে হবে
that's good