"দোস্ত, দেখ দেখ একটা সুন্দরী মাইয়া যাইতাছে!"
পাশ থেকে আরেকজন জোরে বলে উঠল, "কী সুন্দরী, এতো রাতে একা একা কই যাও?"
তনিমা একটু দ্রুত হেঁটে ছেলে তিনটার পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। রাস্তাটা এমনিতেই নির্জন। তার উপর আজ বাসায় ফিরতে দেরি হচ্ছে। ফোনে চার্জও শেষ। বাসায় ফোন করেও বলতে পারে নি, সবাই হয়তো খুবই চিন্তিত।
"আমরাও আসি, তোমারে একটু আগাইয়া দেই। কী কও?"
ছেলে তিনটা তনিমার পিছে পিছে আসছে। সামনের রাস্তাটা একটু অন্ধকার। এর পাশেই একটা বড় ঝোপ। তনিমার ভয় করছে। আজ রাতেও যেন আগের মতো দূর্ঘটনাটা না ঘটে।
কিছুক্ষণ পর, ঝোপ থেকে উঠে দাড়াল তনিমা। সারা শরীরে রক্তের ছাপ। বাসায় কোন মুখে যাবে সে। নিজের কাছেই নিজেকে লজ্জিত লাগছে তার। নতুন কাপড়গুলো আজই অনুষ্ঠান উপলক্ষ্যে পরেছিল। ওর মা কতো করে বলেছে, "ঘাড় কামড়ানোর সময় তাড়াহুড়া করিস নে, নাহয় রক্তে কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু কি আর করা, ছোটোবেলা থেকেই রাগ উঠলে মাথা ঠিক না থাকে তনিমার।
অনেকদিন পর জীবন্ত মানুষের টাটকা রক্তের নোনতা স্বাদ পেয়েছে সে। এরকম সুযোগ সবসময় আসে না। শিকার নিজে এসে ধরা দিয়েছে।
ঝোপের ভিতর পড়ে আছে তিনটা লাশ। শিকার করতে এসে নিজেরাই শিকারে পরিণত হয়েছে!
Horrible