ক্রিপটোকারেন্সি ট্রেডিং

0 19
Avatar for Mosharraf
3 years ago

আমরা অনেকেই ক্রিপটো মুদ্রা দিয়ে ট্রেডিং করতে চাই। কিন্তু অনেকেই জানেনা যে কিভাবে ট্রেড করতে হয়। যারা ট্রেড বিষয়ে অনিভিজ্ঞ তাদের জন্য আজ ট্রেড বিষয়ক তথ্য তুলে ধরবো৷

ট্রেড কি?

আমরা যারা ক্রিপটো মুদ্রা দিয়ে ট্রেড করতে চাই, তাদের অবশ্যই ট্রেড কি সেটা জানতে হবে এবং বুঝতে হবে। আর আমরা ট্রেড কি সেটা না বুঝেই পাকনামি করি তাহলে সেটি বিপদজনক হবে।

ট্রেড হলো সাধারনত কেনা বা বেচাকে বুঝিয়ে থাকি। আর ক্রিপটো বিশ্বে এই কেনা বেচা করাটা যত সহজ ততটা ঝুকিপূর্ণ। কারন আমরা প্রায় সকলে জানি যে ক্রিপটো মুদ্রা অনেক অস্থর,তার মনে ক্রিপটো মুদ্রার দাম স্থিতিশীল নয়। অনেকে বলবে এটি কেনো অস্থির,তাহলে আমি বলবো যে এই মুদ্রার দাম সাধারণনত ব্যবহারকারীর উপর নির্ভর করে। আর ক্রিপটো মুদ্রা গুলোর দাম সবসময় উঠা নামা করে। তবে ক্রিপটো মুদ্রা মধ্যে অনেক শিটকয়েন রয়েছে৷ যদি আপনি সেই শিটকয়েন কিনে ফেলেন তাহলে আপনি নিশ্চিত ক্ষতির মুখে পড়ে যাবেন।

ট্রেড করার জন্য যা যা প্রয়োজনঃ

ট্রেড করার জন্য সর্বপ্রথম আমাদের ক্রিপটো বিশ্ব সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে। এর ফলে আমরা ক্রিপটো মুদ্রা ও একচেন্জ সাইটগুলো সম্পর্কে জানতে পারবো। প্রথমে আমরা অভিজ্ঞতা লাভ করবো এবং কোন মুদ্রাগুলো দিয়ে ট্রেড করলে লাভবান হতে পারবো সেটি জানতে হবে। আর কোনো একচেন্জ সাইট ভালো সেগুলো জানতে হবে।

ট্রেড করার জন্য মুদ্রা ও একচেন্জ সাইট বাছাইঃ

আমরা জনপ্রিয় মুদ্রাগুলো ট্রেড করার জন্য বেছে নিতে পারি। আমি কিছু তালিকা দিবো মুদ্রাগুলোর

১. লাইটকয়েন(litecoin) ২. বিটকয়েন(bitcoin) ৩.ইথেরেয়াম(Ethereum) ৪. বিটকয়েন ক্যাশ (BCH)৫. বিএনবি(BNB) ৬.ডোজকয়েন (dogecoin)৭.কারডানো(cardano) ৮.পলকাডট (polkadot)৯. এক্সআরপি(রিপল)(xrp) ১০.সোলানা(solana) ১১.চেইনলিংক(chainlink)

এখন আমি ভালো একচেন্জ সাইটের তালিকা প্রকাশ করবোঃ

১.বিন্যান্স(binance) ২.কুকয়েন (kucoin) ৩. হুওবি(huobi) ৪. হটবিট(hotbit) ৫. এফটিএক্স(ftx)

আপনারা এসব একচেন্জ সাইট বেছে নিতে পারেন।

ট্রেড করার জন্য কত টাকার প্রয়োজনঃ আমরা সকলে জানি যে কোনো পন্য কেনা বেচা করার জন্য অবশ্যই ভালো টাকার প্রয়োজন হয়। ঠিক সেইরকমভাবেই ক্রিপটো মুদ্রা দিয়ে ট্রেড করার জন্য আমাদের প্রথমে অর্থের প্রয়োজন রয়েছে। আপনাকে ক্রিপটো মুদ্রা কিনে রাখতে হবে এবং পরে ভালো দামে বিক্রি করতে হবে। তবে আপনি ভালো পরিমাণ অর্থ দিয়ে ট্রেড করলে ভালো লাভবান হতে পারবেন। তবে অবশ্যই প্রথমবার ট্রেড করার জন্য অল্প অর্থ দিয়ে ট্রেড এর অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন। কারন যদি আপনার প্রথমবার ক্ষতি হলেও আপনি হতাশা না হয়ে পড়েন।

ট্রেড করার সময় কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে হবেঃ

১. আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে৷ কারন আপনি মুদ্রা কেনার পর সেই মুদ্রার দাম কমে গেলে তখন আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না,আর তখন আপনি সেটি বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু মুদ্রার দাম কমে যাওয়া দেখে আবেগী হওয়া যাবেনা। আপনাকে অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।

২. ধৈর্য ধারন করতে হবেঃ আপনি কোনো কয়েন কেনার পর সেটির দাম কমে গেলে আপনি অধৈর্য ধারন করতে পারেন, কিন্তু অধৈর্য হওয়া যাবেনা। আপনি মুদ্রার দাম বাড়ার জন্য অপেক্ষা করবেন। ফলে ভালো কিছু লাভ করতে পারবেন।

অবশেষে আপনরা ট্রেড বিষয়ে আরো জেনে বুঝে তারপর ট্রেড করবেন,নয়তো আপনি লাভের চেয়ে ক্ষতির মুখে পড়বেন।

উপসংহারঃ ক্রিপটো বিশ্বে ট্রেড করে অনেকে অনেক লাভবান এবং অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সুতরাং ট্রেড করার আগে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে৷ ফলেই আমরা ট্রেড করে ভালো কিছু আয় করতে পারবো

1
$ 0.00
Avatar for Mosharraf
3 years ago

Comments