এক শিকারী ছােট একটি পাখি ধরল। পাখিটি ছিল খুব বুদ্ধিমান সে শিকাবীর খর প্রশংসা করতে করতে বলল, তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ এই করেছ সেই করেছ। আমি একটি ছােট পাখি আমার ওজন ১০০ গ্রামও হবে না আমাকে খেলে তােমার পেটের একটা কোণাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও বিনিময়ে তােমাকে তিনটি মূল্যবান বাণী উপহার দিব যা তােমার সারা জীবনে কাজে লাগবে। পাখির কথাও শুনে শিকারীর মন গলে গেলাে কারণ সবাই বাহবা পেতে পছন্দ করে। বাহবার মাধ্যমে কঠিন মনের মানুষকেও সহজে গলানাে
যায়। শিকারীও এর ব্যতিক্রম ছিলনা, সে ভেবে দেখলাে ঠিকই তাে, এতাে ছােট পাখি খেয়ে আমার কোনাে লাভ নেই। তার চেয়ে বরং শুনি পাখিকে কী বলতে চাই। হতে পারে আমি বেশী লাভবান হবাে। শিকারী রাজী হওয়ায় পাখিটি বলল, আমি ১ম বাক্যটি বলব তােমার হাতের উপর বসে, ২য় বাক্যটি বলবাে, গাছের ডালে বসে, ৩য় বাক্যটি বলব, গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে তাই কর। পাখি কথা মত শিকারীর হাতের উপর বসে বলল, কখনাে অলীক কল্পনা কর না। যা ত্যংবে সেটা কখনাে বিশ্বাস কর না। শিকারী বলল,
খুব ভালাে কথা, কখনাে অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল এবার আম ডালে যেতে দাও, আমি ২য় বাক্যটি বলব।
শকারী পাখিটিকে ছেড়ে দিল, গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতা হয়ে কখনাে আফসােস কর না। শিকারী বলল,
এটাও ঠিক, যা আমার আয়ত্বে নেই তা নিয়ে আফসােস করা তাে কেটে এলে উঠল । শকারী বলল, এবার ৩য় উপদেশটি বল, পাখি বলল ৩য়টি বলারগে দেখে আগের দুটি উপদেশের শিক্ষা তােমার জীবনে কতটুকু হাতছাড়া করলাম। ধনী হওয়ার মত এত সহজ সুযােগ বলেই পাখিকে प চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলাে। কিন্তু পাখি ততক্ষণে মগডালে। পাখিটি হাসতে হাসতে বলল, দেখাে আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনাে বিশ্বাস করাে না। আমার ওজনই
কাজে লাগিয়েছ। পাখিটি বলল, আমার পেটে ২০০ গ্রাম ওজনের মুক্ত শিকারী শুনে হায়! হায়! করতে শুরু করলাে। এভাবে
তাে
০০ গ্রাম আমার ভিতরে ২০০ গ্রামের মুক্তা থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেলাে তা নিয়ে আফসোস কর না। কিন্তু তুমি
হাই করেছ। তামাকে আর কোনাে উপদেশ দেওয়া অর্থহীন। কারণ অধিকাংশ মানুষের মতাে তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ মাত্র। তা থেকে তুমি কান উপদেশ গ্রহন করনি। তােমার মত বােকা ও লােভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করা সুযােগ
সুন্দর গল্প