আমরা মধ্যবিত্ত

14 14
Avatar for Montasin11
4 years ago

মধ্যবিত্ত ঘরে জন্ম না নিলে হয়তো জীবনের মানে বুঝতে পারতাম না।

অনেক কিছুই আছে যা শুধু আমাদের মতো মধ্যবিত্তদেরই চিন্তা করতে হয় ।

যেমন

১) আমাদের টুথ ব্রাশ সূর্যমুখী ফুল না হওয়া পর্যন্ত ওটা ইউজ করতেই থাকি।

২) আমরা শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেলে ফেলে দিই না ,তাতে জল

ঢেলে সপ্তাহ খানেক চালিয়ে দেই।

) টুথপেস্ট বা অন্য কোনও পেস্ট শেষ হলে সেটার কোনা কেটে টিপে

টিপে বের করি।নিশ্চিন্তে সপ্তাহ খানেক কেটে যায়!

৪) টিভির রিমোট জোরে

জোরে টিপি, চড় থাপ্পড় দিই, তবুও নতুন

ব্যাটারি লাগানোর কথা

মাথায় আসে না।

৫) আমাদের ঘরের দামি

প্লেট বাটি গুলো সো-কেজ এ তুলে রাখা হয়,

বাড়িতে অতিথি না আসা পর্যন্ত সেগুলো বের করা হয় না।

৬) আমাদের বাড়িতে হরলিক্স-এর খালি বোতল ফেলে দেয়া হয় না,

তাতে আচার বা অনান্য খাবার ভর্তি করে রাখা হয়।

৭) আমাদের ঘরে চার্জার লাইট বা ইনভারটার থাকে না তাই কারেন্ট

চলে গেলে গরমের মাঝেও মোমবাতি বা হ্যারিকেনের

আলোতে পড়তে হয় ।

৮) মোবাইলের ব্যাটারী

পাওয়ার কম হয়ে গেলেও চার্জে ঢুকিয়ে দিয়ে

সারাদিন ফেসবুক ইউজ করি তবুও নতুন ব্যাটারি কিনতে চাই না ।

৯)আর একটা ভিন্ন কার্য, আমরা মধ্যবিত্তরা বড়

লোকদের মত নামি দামি রেস্টুরেন্টে চিকেন ফ্রাইড

রাইস খেতে পারি না

আবার রাস্তার পাশের ভাঙ্গা দোকানটা থেকে

মাছি পড়ে থাকা চপ, সিঙ্গাড়া সাথে লিকার চাও খেতে পারি। যে

চা বড়লোকরা খেলে ওয়াক থু করতে করতে কাপটাই আছাড় মারবে।

আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মনিয়ে যতটা ভালবাসা

আর সুখ খুজে পাই তা ওই চার দেয়ালের মাঝে থাকা বড় লোকরা হয়তো পায়

না। কারন আমরা হাসি ঠাট্টা, মজা করতে ভালোবাসি। আমরা সকলের সাথে এক ঘরে একসাথে থাকতে ভালোবাসি।

এটাই আমাদের আনন্দ।

এটাই আমাদের জীবন।

আমরা মধ্যবিত্ত ।

Sponsors of Montasin11
empty
empty
empty

6
$ 0.00
Sponsors of Montasin11
empty
empty
empty
Avatar for Montasin11
4 years ago

Comments

মধ্যবিত্তরাই জানে জীবন মানে কি

$ 0.00
4 years ago

জি ভাই

$ 0.00
4 years ago

হুমমম ভাই

$ 0.00
4 years ago

Hmm

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই

$ 0.00
4 years ago

🖤👍

$ 0.00
4 years ago

❣️

$ 0.00
4 years ago

👍

$ 0.00
4 years ago

বেঁচে থাক বাবা এভাবে।

$ 0.00
4 years ago

হা ভাই বেচে থাকব।।

$ 0.00
4 years ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লিখাটি লিখার জন্য।মধ্যবিত্ত ঘরের ছেলেদের অনেক সপ্ন থাকে যা পূরণ হয়না।

$ 0.00
4 years ago

হৃম ভাই আপনি বোঝছেন, শুধু

$ 0.00
4 years ago

thankx brother

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago