রাজা ও জুতার গল্প একটা......

0 33
Avatar for Mollika
4 years ago

এক দেশের এক রাজা। রাজার হঠাৎ মনে হলো তিনি ব্যর্থ। তিনি রাজ্য শাসনে ব্যর্থ। যদিও তার চাটুকার মন্ত্রীরা সেটা তাকে বুঝতে দেয় না, তার পরও তার এটা মনে হলো। মনে হওয়ার কারণও আছে। এই তো কিছু দিন আগে তিনি তার রানী-সমভিব্যাহারে রাজ্য পরিদর্শনে বের হয়েছিলেন। রুটিন পরিদর্শন। মাঝে মধ্যেই তিনি তা করেন। হাতির পিঠে চড়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা জুতা উড়ে এসে পড়ল তার বসার সিংহাসনের পাদানিতে।এটা কী....?চাটুকারেরা অস্বস্তিতে পড়ল। ‘ইয়ে, মহারাজ জুতা’।প্রজারা আমাকে জুতা ছুড়ে মারল,,,,? ইয়ে না মানে, মহারাজ ব্যাপারটা তা নয়।

তাহলে কী ব্যাপার...? প্রজারা আসলে আগে খালি পায়ে হাঁটত। এখন আপনার সুশাসনে তারা জুতা পরতে পারছে, সেটাই প্র্যাকটিক্যালি আপনাকে দেখাল আর কী... একধরনের ভালোবাসার নিদর্শন... হে হে।

রাজা অবশ্য উত্তরে ঠিক খুশি হতে পারলেন না। তার মাথায় ওই ছেঁড়া চামড়ার জুতাটা ঘুরতে লাগল। তিনি রাজ্য পরিদর্শন সংক্ষিপ্ত করে রাজদরবারে ফিরে এলেন।

রাজা ব্যাপারটা নিয়ে ভাবলেন কয়েক দিন ধরে। তিনি বুঝতে পারলেন, আসলে তিনি রাজ্য শাসনে পুরোপুরি ব্যর্থ। তার ভীষণ কান্না পেল। তিনি ঠিক করলেন তিনি একাকী কাঁদবেন। এমন জায়গায় গিয়ে কাঁদবেন, কেউ জানবে না। অবশেষে তিনি ছদ্মবেশে এক দিন বেরিয়ে পড়লেন। এক গহিন অরণ্যে গিয়ে হাজির হলেন। তিনি অরণ্যে রোদন করবেন....

3
$ 0.00

Comments