১. রান্না করতে গিয়ে পোশাকে অনেক সময় হলুদের দাগ লেগে যায়। হলুদের দাগ লাগলে সে দাগের উপর লেবু ঘষে রৌদ্রে শুকাতে দিন। শুকানোর পর সেখানে নীলের প্রলেপ দিন। নীলের প্রলেপ শুকিয়ে গেলে তা আঙ্গুল দিয়ে ঘষে তুলে ফেলুন। ২ দিন পর পোশাকটি পরিষ্কার করুন। হলুদের দাগ চলে যাবে।
২. পোশাকে রক্তের দাগ লাগলে অনেকে গরম পানি দিয়ে দাগ তোলার চেষ্টা করেন। কিন্তু এতে বরং দাগ লাগা অংশটি কালো হয়ে যায়। পোশাকে রক্তের দাগ লাগলে সঙ্গে সঙ্গে সেখানে চুনের প্রলেপ দিন। তারপর গায়ে মাখা সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।
৩. পোশাকে পানের দাগ লাগলে সেখানে এক টুকরো পেয়ারা ঘষুন। তারপর কিছু পেয়ারা থেঁতো করে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। পানের দাগ খুব সহজে উঠে যাবে। পেয়ারা না থাকলে পোশাকটির নিচে অন্য একটি পাতলা কাপড় বিছিয়ে আলু মাঝখান দিয়ে কেটে আলু দিয়ে ঘষলেও দাগ উঠে যাবে।
৪. পোশাক থেকে মেহেদীর দাগ তুলতে গরম দুধে দাগ লাগা জায়গাটি আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ঘষে ফেলুন। মেহেদীর দাগ উঠে যাবে।
🏕🏞🏝 Adviser tnx