সমাজে বসবাসরত সব মানুষই আজ শিক্ষিত। কিন্তু সকল শিক্ষিত মানুষের মাঝে কি মনুষ্যত্ব আছে? না নেই।কারণ শিক্ষা আর মনুষ্যত্ব এক বিষয় নয়। শিক্ষা মনুষ্যত্বকে জাগ্রত করার মাধ্যম হিসেবে কাজ কর। কিন্তু শিক্ষা ছাড়াও মানুষ তার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ভাবে চলছে আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থা আগামীর ছাত্রদের জন্য হুমকি সরুপ। কেননা ছাত্ররা কেবল পরিক্ষায় পাশের জন্য পাঠ্যবই না বুঝেই মুখস্ত করতে থাকে।পরিক্ষায় ভালো ফলাফলের জন্য প্রশ্ন ফাস, নকল থেকে শুরু করে অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পরে। যারা স্কুল কলেজেই এই অনৈতিক কাজে জরিয়ে পরছে তারা ভবিষ্যতেও তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পরে।
একজন ছাত্রকে এসব থেকে বের করে আনতে একজন শিক্ষক অগ্রনী ভুমিকা পালন করে। একজন শিক্ষক ছাত্রদের মধ্যে পড়ালেখা থেকে শুরু করে সকল ভালো কাজের প্রতি এক উৎসাহ এবং কৌতুহল তৈরি করে দিতে পারে। এসব যে ছাত্র নিজের মধ্যে গ্রহণ করতে পারে সেই কেবল জীবনে উন্নতি করতে পারে।
আজ মানুষের মনুষ্যত্বহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষ আজ অন্নবস্তের চিন্তার নিগড়ে বন্দি।আজ এমন পরিস্থিতি হয়েছে যে মানুয় তিন বেলা খাওয়া পরার চিন্তাই ব্যাস্ত।তাই তাদের এই দুরাবস্থার পরিবর্তন ঘটাতে অনেক সময় মানুষ মনুষ্যত্ব কে বিসর্জন দিয়ে অনৈতিক কর্মকান্ডে জরিয়ে পর। তাই আমাদের উচিত মানুষকে সচেতন করতে এবং প্রতি মানুষের মাঝে মনুষ্যত্ব জাগ্রত করতে।মনুষ্যত্বহীন সমাজ দেশের জন্য খুবই অকল্যাণ বয়ে আনে।
Awesome article, can you please share your facebook ID link with me?