বই পড়া

1 7
Avatar for Mohima11
3 years ago

আপনি একটি ভালো বই এমন ভাবে নিতেপারবেন না যাতে মনে হয় এটি একটা ঔষধ। এটা ব এর জন্য অশোভন এবং আপনাদের নিজস্ব দৃষ্টিকোন থেকে মূর্খতার পরিচায়ক। এভাবে অগ্রসর হলে এটা নিশ্চিত যে আপনাকে বই যা দিতে পারতো তা আপনি হারাবেন। আপনি তখনই বই থেকে ভালো কিছু আশা করতে লারেন যখন আপনার চেতনা এবং বই এর চেতনা একই রকম হয়। একটা ভালো বই একটা জীবিত ব্যাক্তির ন্যায়। বই এবং আপনার মধ্যে ভালো কোনকিছুর বিনিময়ে ঘটাতে চাইলে বই আপনার একজনবন্ধু হিসাবে দেখতে হবে। স্কুলে সবাই যেসব কারণে বই পড়ে তার একটা কারণ হলো শিক্ষকদের খুশি করবার জন্য। তাই ছেলে মেয়েদের একটি বড় অংশ যারা তাদের শিক্ষককে খুশি করতে চায় তারা বইটা কেনে এবং পড়ে। তাদের মধ্যে দুই তিন জন বই টি পড়ে এবং বইটির গুন বুঝতে পারে এবং এটি পড়তে বল্র জন্য শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকে। বই পড়া টা আমাদের শখে রুপান্তর করা জুরুরি। কারণ স্বশিক্ষিত হওয়ার একমাত্র মাধ্যমই বই পড়া।তাই কবি প্রথম চৌধুরী লাইব্রেরীকে হাসপাতালের চেয়েও বেশি উপকারি বলে মনে করেছেন।

2
$ 0.00
Avatar for Mohima11
3 years ago

Comments

Right... Book amader friend er moto...thank you amader boi somporke valo kichu bolar jonno

$ 0.00
3 years ago