আপনি যখন কাউকে ভালবাসবেন তখন কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবেন।
আপনি তার সব কিছু দেখেই ভালবেসে ফেলেছেন, সুতরাং তাকে পাওয়ার পর বদলাতে যাবেন নাহ।
মনে রাখবেন, আপনার ভালবাসার মানুষের কাছে অনেক অপশন থাকার পরও সে আপনাকে বেছে নিয়েছে। কারন সে আপনাকেই ভালবাসে।
ভালবাসার মানুষটিকে স্পেস দিন। দেখবেন সেই আপনাকে বোঝার চেষ্টা করবে।
ভালো কিন্তু আপনিই প্রথমে বেসেছিলেন এবং তাকে বিশ্বাস করিয়েছেন আপনি তাকে ছেড়ে কখনও কোথাও যাবেন নাহ। তাহলে সম্পর্কের কিছু মাস পর থেকেই কেনও আপনার ভালবাসার পরিমান কমতে থাকে??
ভালবাসার প্রথম পদক্ষেপ হল "বিশ্বাস"। যে যাই বলুক, আপনি অবিশ্বাস করবেন নাহ। দেখুন আপনার ভালবাসার মানুষ আপনাকে কি পরিমান মূল্যায়ন করেন।
ভালবাসার আরেকটি পদক্ষেপ হল "ধৈর্য"। সম্পর্কে যত বেশি শান্ত থাকবেন তত কম অশান্তি হবে।
ভালবাসার মানুষটি রেগে গেলে বা আপনাকে বুঝতে না চাইলে আপনি শান্ত থাকুন। দেখবেন আপনার শান্ত থাকার কারনেই তিনি কিছুক্ষণ পর চুপ হয়ে যাবেন।
উপরের সব গুলো না পারেন অন্তত একটা হলেও করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হবে।
হে,মিষ্টিরানী।আপনি যখনি কিছু লিখেন,তখনি সেটা মনের গ্রহীন থেকে লিখেন।যা আমি ভরাভর অনুভূতি করেছি,আপনার লিখা আগেও।আর ছবির মানুষ টাও যে আপনি তা,আরো বেশি ভালো লাগছে ছবি দেখে😍❤ভালোবাসতে 'মন উজার করে ভালোবাসা দিলে হবে।এক মনে।কিন্তু মানুষের মন তো শত অপেক্ষা করে ও মাঝে মাঝে পরিবর্তন ও অবিশ্বাস সৃষ্টি করে।